শিরোনাম

বালুভর্তি ট্রাকে ভারতীয় কসমেটিকস

হবিগঞ্জ সংবাদদাতা
বালুভর্তি ট্রাকে ভারতীয় কসমেটিকস
কসমেটিকস ও শাড়ি জব্দ করেছে ৫৫ বিজিবি। ছবি: সংবাদদাতা

হবিগঞ্জে বালুভর্তি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করেছে বিজিবি। এর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, সোমবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আত্মগোপনে থাকে। বালুভর্তি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়।

তল্লাশি করে বালুভর্তি ট্রাকের নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি পাওয়া যায়। এ সময় অবৈধ পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়। চোরাচালানে জড়িত চক্রকে গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

/এসআর/