ব্রেকিং
আক্কেলপুরে টার্মিনালে পার্কিং করা বাসে আগুন
বাস

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার ভোর রাতে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহর দান বাস, যার নম্বর (ঢাকা মেট্রো- ব ১১-৩১২৪) এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে বাসটির সামনে, জানালার গ্লাস ও ভেতরের সম্পন্ন সিটগুলো পুড়ে যায়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

বাসটির মালিক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রামের বাসিন্দা আফজাল হোসেন।

বাস ড্রাইভার আরিফুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে দেখি বাসে আগুন জ্বলছে। আমরা প্রথমে পানি দিয়ে নিভানোর চেষ্টা করি। কিছুক্ষন পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়েন্ত্রণে আনে।

বাস মালিক আফজাল হোসেন বলেন, রাতেই বাসটা পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ করে কিভাবে বাসে আগুন লাগলো বুঝতে পারছি না। আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।