শিরোনাম

নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল: তারেক রহমান

নরসিংদী প্রতিনিধি
নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল: তারেক রহমান
নরসিংদীতে জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছরের মতোই আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল। যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেদিন যদি তারা দেশের মানুষের বিরোধিতা না করতো তাহলে লাখ লাখ মানুষ শহীদ হতো না। ইদানিং তাদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নরসিংদীর বাসাইল পৌর শিশুপার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় আধাঘণ্টার বক্তব্যে তিনি দেশ ও জাতীর নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়, তারা দুর্নীতি দেখতে চায় না। যারা সরকারে থাকবে তারা দেশের মানুষের সুখ-দুঃখের সমাধান করবে। যে স্বাধীনতা আমরা ৭১ সালে অর্জন করেছিলাম, ২৪ সালে দেশের ছাত্র-জনতা ও জনগণ মিলে দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল।

তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দিয়ে কেবল খুন-গুম আর লুটপাট করেছিল, এজন্যই আজ দেশের রাস্তা ঘাটের এমন অবস্থা। অথচ দেশের মালিক জনগণ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ মিলেই সিদ্ধান্ত নেবে আগামী দেশ কোন দিকে যাবে?

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেই সঙ্গে নরসিংদীর পাঁচটি আসনের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান।

এর আগে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব সমাবেশে যোগ দেন তারেক রহমান।

/এসআর/