নরসিংদীতে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে ৪ জনের মনোনয়নপত্র বাতিল
সিটিজেন-ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ে নরসিংদীর দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্ধারিত দিনে নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নরসিংদী-২ আসনে নির্বাচনী ব্যয়ের বিবরণী পূরণ না করায় ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম, ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন, মনোনয়নপত্রে তথ্যগত অসংগতি ও দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এএনএম রফিকুল আলম সেলিম।
এছাড়া নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে প্রার্থীর পক্ষে সমর্থনকারীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বৃহস্পতিবার দুইটি আসনে প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আবেদনপত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় দুই আসনের চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ে নরসিংদীর দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্ধারিত দিনে নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নরসিংদী-২ আসনে নির্বাচনী ব্যয়ের বিবরণী পূরণ না করায় ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম, ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন, মনোনয়নপত্রে তথ্যগত অসংগতি ও দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এএনএম রফিকুল আলম সেলিম।
এছাড়া নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে প্রার্থীর পক্ষে সমর্থনকারীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বৃহস্পতিবার দুইটি আসনে প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আবেদনপত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় দুই আসনের চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

নরসিংদীতে ৪ জনের মনোনয়নপত্র বাতিল
সিটিজেন-ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ে নরসিংদীর দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্ধারিত দিনে নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নরসিংদী-২ আসনে নির্বাচনী ব্যয়ের বিবরণী পূরণ না করায় ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম, ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন, মনোনয়নপত্রে তথ্যগত অসংগতি ও দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এএনএম রফিকুল আলম সেলিম।
এছাড়া নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে প্রার্থীর পক্ষে সমর্থনকারীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বৃহস্পতিবার দুইটি আসনে প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আবেদনপত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় দুই আসনের চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।




