শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিটিজেন-ডেস্ক­
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৫), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), রহনপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও অভিযান চলমান। গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।