ব্রেকিং
রূপপুর প্রকল্পে কাঠের স্তুপে আগুন, আতঙ্কের পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ (আরএনপিপি) প্রকল্পের পেছন সাইডে কাঠের স্তুপে আগুনের এ ঘটনা ঘটে।

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় আগুনের ঘটনা ঘটেছে । আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রকল্পের পেছনের অংশে কাঠের স্তুপে আগুন লাগে। ঘটনাস্থলে সাময়িক আতঙ্ক দেখা দিলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. আবুল হাশেম বলেন, পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিটগুলো গিয়ে আগুন নেভায়।

তিনি আরও জানান, কীভাবে আগুন লাগল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক এই ঘটনায় পরে প্রকল্প এলাকায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।