ব্রেকিং
পঞ্চগড়ে নামতে শুরু করেছে শীত, টানা পাঁচদিন ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। টানা পাঁচদিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করায় উত্তরাঞ্চলের এই সীমান্তজনপদে শীতের অনুভূতি বেশ বেড়েছে।

আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা দেখা যায়নি। এরপর আকাশে রোদ উঠলেও শীতের কাঁপুনি তেমন কমেনি।

এর আগের দিন শনিবারও একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। ফলে সারাদিন রোদ থাকলেও ভোর ও সকালে চলছে তীব্র শীতের অনুভূতি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও বাড়ছে। ডিসেম্বরের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়েছে।