শিরোনাম

সুনামগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন
সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চে বড় দিনের কেক কাটা হয়। ছবি: সিটিজেন জার্নাল

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উদযাপন করেছে খ্রিস্টান সম্প্রদায়। মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তির বাণী মানুষের অন্তরে যেন ছড়িয়ে যায় সেই প্রার্থনা করেছেন যিশু খ্রিস্টের অনুসারীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চ এই দিনটি উদযাপন করেছে। এছাড়াও জেলার ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার আদিবাসী পল্লীতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে খ্রিস্টান ধর্মাবম্বীরা।

পর্যটন উপজেলা খ্যাত তাহিরপুরের উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া, চনপুরটিলা, রাজাই, করইগড়া ও আনন্দপুর (মাঝেরটিলা) পল্লীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশু খ্রিস্টের পৃথিবীতে আগমনের উপলক্ষ দিবসটি উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার প্রার্থনায়, মানবকল্যাণে যিশুর বাণী পড়ে শোনানো হয়। এরপর আলোচনা সভা এবং বড়দিনের কেক কাটা হয়।

সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রসের সভাপতিত্বে এবং সম্পাদক ডেনিস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, অধ্যক্ষ পরিমল কান্তি দে, ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সাংবাদিক বিজন সেন রায় প্রমুখ।

এ সময় চার্চের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানিয়েছেন র‍্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন। এসময় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দকেও ফুল দিয়ে বরণ করে নেন চার্চের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এন্ড্রু জুয়েল সলমার জানিয়েছেন, প্রার্থনায় বিশ্ববাসী ও বাংলাদেশের শান্তি কামনায় প্রার্থনা করা হয়েছে।