ভোলাগঞ্জে খুললো স্থলশুল্ক স্টেশন: উন্মোচিত হলো বাণিজ্যের নতুন দ্বার

ভোলাগঞ্জে খুললো স্থলশুল্ক স্টেশন: উন্মোচিত হলো বাণিজ্যের নতুন দ্বার
সিটিজেন-ডেস্ক

সিলেটের ভোলাগঞ্জ স্থলশুল্ক স্টেশন উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এটি দেশের ২৪তম স্থলবন্দর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।
এর আগে ২০১৯ সালে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট সিলেটের ভোলাগঞ্জ স্থলশুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। গত বছর ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণ কাজ শুরু হয়।
কাজ শুরুর এক মাসের মাথায় ৫ আগস্টের পরে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করা হয়। কেটে নিয়ে যায় বুলডোজার চেইন ডোজার ও এক্সকেভটর। ফলে ফের পিছিয়ে পড়ে স্থলবন্দর নির্মাণ কাজ। অবশেষে দুই বছরের মাথায় শেষ হয়েছে প্রকল্পের কাজ।
সংশ্লিষ্টরা জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর শুধু আমদানি-রপ্তানিকেন্দ্রিক নয়, এটি পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে। সাদাপাথরকে ঘিরে পর্যটকদের কথা মাথায় রেখে বন্দরের ভেতরে আধুনিক ক্যাফেটেরিয়া, মসজিদ, কাঁচঘেরা দোতলা পোর্ট ভবন, তিনতলা মাল্টি এজেন্সি ভবন, একটি গেস্ট হাউস, দুটি ডরমিটরি ও একটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে।
পর্যটকদের সুবিধার জন্য রাখা হয়েছে পার্কিং, চিকিৎসাসেবা, খাবার ও থাকার ব্যবস্থা। প্রতিটি স্থাপনার জন্য আলাদা সড়ক ব্যবস্থাও রাখা হয়েছে।

সিলেটের ভোলাগঞ্জ স্থলশুল্ক স্টেশন উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এটি দেশের ২৪তম স্থলবন্দর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।
এর আগে ২০১৯ সালে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট সিলেটের ভোলাগঞ্জ স্থলশুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। গত বছর ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণ কাজ শুরু হয়।
কাজ শুরুর এক মাসের মাথায় ৫ আগস্টের পরে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করা হয়। কেটে নিয়ে যায় বুলডোজার চেইন ডোজার ও এক্সকেভটর। ফলে ফের পিছিয়ে পড়ে স্থলবন্দর নির্মাণ কাজ। অবশেষে দুই বছরের মাথায় শেষ হয়েছে প্রকল্পের কাজ।
সংশ্লিষ্টরা জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর শুধু আমদানি-রপ্তানিকেন্দ্রিক নয়, এটি পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে। সাদাপাথরকে ঘিরে পর্যটকদের কথা মাথায় রেখে বন্দরের ভেতরে আধুনিক ক্যাফেটেরিয়া, মসজিদ, কাঁচঘেরা দোতলা পোর্ট ভবন, তিনতলা মাল্টি এজেন্সি ভবন, একটি গেস্ট হাউস, দুটি ডরমিটরি ও একটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে।
পর্যটকদের সুবিধার জন্য রাখা হয়েছে পার্কিং, চিকিৎসাসেবা, খাবার ও থাকার ব্যবস্থা। প্রতিটি স্থাপনার জন্য আলাদা সড়ক ব্যবস্থাও রাখা হয়েছে।

ভোলাগঞ্জে খুললো স্থলশুল্ক স্টেশন: উন্মোচিত হলো বাণিজ্যের নতুন দ্বার
সিটিজেন-ডেস্ক

সিলেটের ভোলাগঞ্জ স্থলশুল্ক স্টেশন উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এটি দেশের ২৪তম স্থলবন্দর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।
এর আগে ২০১৯ সালে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট সিলেটের ভোলাগঞ্জ স্থলশুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। গত বছর ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণ কাজ শুরু হয়।
কাজ শুরুর এক মাসের মাথায় ৫ আগস্টের পরে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করা হয়। কেটে নিয়ে যায় বুলডোজার চেইন ডোজার ও এক্সকেভটর। ফলে ফের পিছিয়ে পড়ে স্থলবন্দর নির্মাণ কাজ। অবশেষে দুই বছরের মাথায় শেষ হয়েছে প্রকল্পের কাজ।
সংশ্লিষ্টরা জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর শুধু আমদানি-রপ্তানিকেন্দ্রিক নয়, এটি পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে। সাদাপাথরকে ঘিরে পর্যটকদের কথা মাথায় রেখে বন্দরের ভেতরে আধুনিক ক্যাফেটেরিয়া, মসজিদ, কাঁচঘেরা দোতলা পোর্ট ভবন, তিনতলা মাল্টি এজেন্সি ভবন, একটি গেস্ট হাউস, দুটি ডরমিটরি ও একটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে।
পর্যটকদের সুবিধার জন্য রাখা হয়েছে পার্কিং, চিকিৎসাসেবা, খাবার ও থাকার ব্যবস্থা। প্রতিটি স্থাপনার জন্য আলাদা সড়ক ব্যবস্থাও রাখা হয়েছে।




