শিরোনাম

সোনার সঙ্গে রুপার দামেও রেকর্ড

জ্যেষ্ঠ-প্রতিবেদক
সোনার সঙ্গে রুপার দামেও রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এবার রুপার দামেও সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। একলাফে রুপার দাম ভরিতে ৪০৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ গত বছরের ৮ জানুয়ারি রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিপ্রতি রুপার দাম ৩৮৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৫ হাজার ৫৪০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়। যা গত ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়।

রুপার দামের ঐতিহাসিক রেকর্ড

দেশের ইতিহাসে রুপার দাম এর আগে কখনও ৬ হাজার টাকার ঘর স্পর্শ করেনি। বাজুসের তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালে যে ৬ হাজার টাকায় এক ভরি স্বর্ণ কেনা যেত, আজ সেই একই টাকায় এক ভরি রুপা কিনতে হচ্ছে। গত এক বছরে রুপার দাম বেড়েছে প্রায় ১৩৫ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বরেও ২২ ক্যারেটের এক ভরি রুপা ছিল ২ হাজার ৫৭৮ টাকা, যা এখনে প্রায় ৬ হাজার টাকা।

ঐতিহাসিক প্রেক্ষাপট: স্বর্ণের দামে এখন রুপা

জুয়েলার্স সমিতির ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৮৭ সালে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম ছিল প্রায় ৬ হাজার টাকা। দীর্ঘ ৩৮ বছর পর এখন এক ভরি রুপা কিনতে সেই একই পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে। স্বর্ণের দাম টানা বাড়লেও রুপার দাম সাধারণত স্থিতিশীল থাকে, কিন্তু এবারের বৃদ্ধি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, রুপার এই রেকর্ড দাম বৃদ্ধির পেছনে ৩টি প্রধান কারণ রয়েছে:

১. শিল্প খাতে উচ্চ চাহিদা: রুপা কেবল অলঙ্কার নয়, বরং ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ি এবং স্মার্টফোন তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

২. বিনিয়োগকারীদের আগ্রহ: স্বর্ণের দাম আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা তুলনামূলক ‘সস্তা’ এবং ‘নিরাপদ’ বিকল্প হিসেবে রুপার দিকে ঝুঁকছেন।

৩. বিশ্ববাজারে সরবরাহ সংকট: খনি থেকে রুপা উত্তোলনের পরিমাণ চাহিদার তুলনায় কম হওয়ায় বিশ্ববাজারে ধাতুটির সংকট তৈরি হয়েছে।