শিরোনাম

৯ কোম্পানি যাচ্ছে জেড ক্যাটাগরিতে

জ্যেষ্ঠ-প্রতিবেদক
৯ কোম্পানি যাচ্ছে জেড ক্যাটাগরিতে
এ’ ও ‘বি’ তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে ‘জেড’ বা ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: সিটিজেন কোলাজ।

শেয়ারবাজারে ‘এ’ ও ‘বি’ তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে ‘জেড’ বা ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে আর মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না।

রবিবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানায়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে কোম্পানিগুলো জেড গ্রুপে অন্তর্ভুক্ত হবে।

জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত কোম্পানিগুলো হলো– বীচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস. আলম কোল্ড রোল্ড, জেমিনি সী ও বেস্ট হোল্ডিংস। প্রতিষ্ঠানগুলো আগে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত ছিল।

ডিএসই জানায়, জেড গ্রুপে যাওয়ার ফলে ৫ জানুয়ারি থেকে এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। এ বিষয়ে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২০ মে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোনো তালিকাভুক্ত কোম্পানি ঘোষিত লভ্যাংশের ৮০ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ বা বিতরণে ব্যর্থ হলে সেটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। পাশাপাশি সর্বশেষ ঘোষিত লভ্যাংশের পর থেকে অথবা তালিকাভুক্তির পর থেকে টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নেওয়া হবে।

এছাড়া আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এজিএম আয়োজন করতে ব্যর্থ হলে কিংবা কোনো কোম্পানির উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম টানা ছয় মাস বন্ধ থাকলে তাকেও জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। তবে পুনঃসংস্কার, বিএমআরই বা দৈব দুর্ঘটনার কারণে উৎপাদন বন্ধ থাকলে সে ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, অডিট রিপোর্টের ভিত্তিতে কোনো কোম্পানি যদি অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করে, তাহলে স্টক এক্সচেঞ্জের বিধি অনুসারে তা কোম্পানির শ্রেণীকরণ সমন্বয়ের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

/এসএ/