শিরোনাম

বিএসইসি ও ডিএসই’র যৌথ উদ্যোগে 'বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশন' প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বিএসইসি ও ডিএসই’র যৌথ উদ্যোগে 'বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশন' প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর যৌথ উদ্যোগে বিএসইসি’র কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী “বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯–১১ নভেম্বর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) ড. মোঃ আসিফুর রহমান, বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান, এবং উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) ড. মোঃ আসিফুর রহমান তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে ডিএসই’র কাজের ধরন, সক্ষমতা এবং শক্তির জায়গাগুলো তুলে ধরা হয়েছে। আমাদের টেকনোলজি অবকাঠামো, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, সার্ভিল্যান্স ব্যবস্থা এবং আইটি সার্ভিস—সবকিছুই বর্তমানে অত্যাধুনিক মানের।

তিনি আরও বলেন, আমাদের গর্বের বিষয় হলো—গত পাঁচ থেকে ছয় বছরে ডিএসই-তে কোনো সার্ভিস ডিসরাপশন হয়নি। এটি আমাদের প্রযুক্তিগত দক্ষতা ও টিমওয়ার্কের ফল। কারণ, স্টক এক্সচেঞ্জের সার্ভিস বন্ধ হয়ে গেলে সেটি কয়েক মিনিটের মধ্যেই ব্যাপক প্রভাব ফেলতে পারে, তাই আমরা সর্বদা সতর্কভাবে কাজ করি যাতে কোনো ছোটখাটো ত্রুটিও বড় সমস্যায় পরিণত না হয়।

ড. আসিফুর রহমান আরও বলেন, বাজারের কাঠামোগত পরিবর্তন ও আধুনিকায়নের জন্য বিএসইসি ও ডিএসই উভয়কেই একসাথে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে দুই প্রতিষ্ঠানেই ইতিবাচক পরিবর্তন এসেছে, যা পুঁজিবাজারকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করে তুলবে।

বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান বলেন, বিএসইসি ও ডিএসই’র সম্পর্ক সবসময় আন্তরিক ও সহযোগিতামূলক। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ পাচ্ছি। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং অন্যদের অভিজ্ঞতা থেকেও শিখবেন।

তিনি আরও বলেন, আমরা যারা এই খাতে কাজ করছি, আমাদের দায়িত্ব বাজারের উন্নয়নে বাস্তব অবদান রাখা। আশা করছি, এই প্রশিক্ষণ আমাদের সেই দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়ক হবে।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান পুঁজিবাজারের রেগুলেটরী ফ্রেমওয়াক, স্টক মার্কেট অপারেশন্স, বর্তমান পরিস্থিতি, প্রবৃদ্ধি ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে বিভিন্ন সেশনে রেগুলেটরি, মার্কেট ডেভেলপমেন্ট, কোম্পানি অ্যাফেয়ার্স, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস এবং আইসিটি ডিভিশনের প্রধানগণ তাদের নিজ নিজ ডিভিশনের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন।