শিরোনাম

জকসু নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
জকসু নির্বাচন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: জাকির হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট সভার পর এ তথ্য জানান।

এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে জানানো হয়।

এদিন সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচন শুরু হওয়ার কথা ছিল। তবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় অনলাইনে সিন্ডিকেট সভা ডাকে জবি প্রশাসন। এরপর সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় জবি প্রশাসন।

২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’-এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর থেকে একবারও জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবী করলেও ‘আইনি জটিলতার’ কারণে তা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের প্রভাবে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়। এরপর ৫ ডিসেম্বর জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথমে ভোটগ্রহণের দিন ২২ ডিসেম্বর নির্ধারিত হলেও ভূমিকম্পের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় তা ৮ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়।