শিরোনাম

জকসু: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে শিবিরের রিয়াজুল

জবি প্রতিনিধি
জকসু: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে শিবিরের রিয়াজুল
ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম (বামে) এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব (ডানে)। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদের লড়াইয়ে নাটকীয়তার অবসান ঘটিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। ইংরেজি ও রসায়নের মতো বড় বিভাগগুলোতে বিপুল ভোটে জয় পাওয়ায় তিনি ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিবের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে গেছেন। সর্বশেষ ২৬টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণার পর ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধান ধরে রেখেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অবস্থিত নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২৪, ২৫ ও ২৬ নম্বর কেন্দ্রের ফলাফল ঘোষণার পর এ চিত্র দেখা গেছে।

২৬টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট। ফলে রিয়াজুল ইসলাম বর্তমানে ৩৫১ ভোটে এগিয়ে রয়েছেন।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ৩ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৮৮ ভোট।

এজিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী মাসুদ রানা ৩ হাজার ১০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৬৭৭ ভোট। এক্ষেত্রে দুজনের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪২৬।

সর্বশেষ ঘোষিত ২৪ নম্বর কেন্দ্র ইংরেজি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১৯৮ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পান ১২৩ ভোট। একই বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ১৮৮ ভোট পেয়ে ছাত্রদলের প্রার্থী তানজিলের (৮৫) তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন।

২৫ নম্বর কেন্দ্র মনোবিজ্ঞান বিভাগে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেলেও এজিএস পদে ছিলো হাড্ডাহাড্ডি লড়াই। এখানে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৮৯ ভোট এবং ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮৮ ভোট।

এছাড়া ২৬ নম্বর কেন্দ্র রসায়ন বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২২৩ ভোট পেয়ে রাকিবের (১১৬) চেয়ে ১০৭ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে নিজের অবস্থান শক্ত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হল সংসদসহ বাকি ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ইংরেজি ও রসায়নের ফলাফলের পর ভিপি পদে রিয়াজুলের এই ব্যবধান কমিয়ে আনা রাকিবের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/জেএইচ/