শিরোনাম

ঢাবিতে জুলাই মামলার আসামিকে চেয়ারম্যান পদে নিয়োগ

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে জুলাই মামলার আসামিকে চেয়ারম্যান পদে নিয়োগ
অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী (ছবি: সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে, তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে গোলাম রব্বানীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর বিষয়টি প্রকাশ্যে আসে। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শিক্ষার্থীদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই নিয়োগের প্রতিবাদ জানায়।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণহত্যার মামলার একজন আসামিকে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বহীনতার পরিচয়।

তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে উদ্ভূত পরিস্থিতির দায় তাদেরই নিতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে পদটি শূন্য হয়। ওই পদেই এখন অধ্যাপক গোলাম রব্বানীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, এই নিয়োগের প্রতিবাদ জানিয়ে অধ্যাপক গোলাম রব্বানীকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে আজ বিকেলে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ডাকসু।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় অধ্যাপক গোলাম রব্বানী ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতের মামলার ৮ নম্বর আসামি। মামলাটির প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পুলিশের সাবেক আইজিপি মো. জাবেদ পাটোয়ারী এবং সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ একাধিক ব্যক্তির নাম রয়েছে।

২০২২ সালে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলাসহ বিভিন্ন ঘটনায় অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে।

/এস/