গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন দক্ষিণী অভিনেত্রী

গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন দক্ষিণী অভিনেত্রী
বিনোদন জার্নাল

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন পথে হাঁটলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিনের পরিচিত ও নির্মাতা রাজ নিদিমোরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন তিনি। কোনো আড়ম্বর ছাড়াই, অত্যন্ত শান্ত–সৌম্য আয়োজনেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে একান্তভাবে সম্পন্ন হয় এ তারকা জুটির বিয়ে। পরিবার–ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দেন সামান্থা। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন বিশেষ দিনের তারিখ— “০১.১২.২০২৫”। প্রকাশিত ছবিতে দেখা যায়, নবদম্পতি হাত ধরে একে অপরের দিকে হাসিমুখে তাকিয়ে আছেন।

বিয়ের সাজেও ছিল সৌন্দর্যের স্নিগ্ধতা। সামান্থা পরেছিলেন লাল রঙের ভারী কাজ করা বেনারসি শাড়ি, সঙ্গে সোনার অলংকার, খোঁপায় ফুল আর হালকা মেকআপ। বর রাজ নিদিমোরুর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ঘিয়ে রঙের জওহর কোট।
শুটিং ফ্লোর থেকে তাদের সম্পর্কের শুরু। ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজন ও ‘সিটাডেল: হানি বানি’–তে রাজ ছিলেন পরিচালক, আর সামান্থা ছিলেন অভিনয়শিল্পী। কাজের সুবাদে তৈরি বন্ধুত্বই পরে প্রেমে রূপ নেয়। ২০২৪ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন বিনোদন অঙ্গনে আলোচনায় ছিল। সামনে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’–এও একসঙ্গে দেখা যাবে তাদের।
সামান্থার এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি। তবে মাত্র চার বছরের মাথায় ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, রাজ নিদিমোরুর আগের বৈবাহিক সম্পর্ক শেষ হয় ২০২২ সালে।
কয়েক দিন আগে সামান্থার নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধনীতে রাজের উপস্থিতি ও তাদের ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি ভাইরাল হয়েছিল, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত সব গুঞ্জন থামিয়ে নতুন জীবনের পথে পা রাখলেন এই তারকা দম্পতি।

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন পথে হাঁটলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিনের পরিচিত ও নির্মাতা রাজ নিদিমোরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন তিনি। কোনো আড়ম্বর ছাড়াই, অত্যন্ত শান্ত–সৌম্য আয়োজনেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে একান্তভাবে সম্পন্ন হয় এ তারকা জুটির বিয়ে। পরিবার–ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দেন সামান্থা। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন বিশেষ দিনের তারিখ— “০১.১২.২০২৫”। প্রকাশিত ছবিতে দেখা যায়, নবদম্পতি হাত ধরে একে অপরের দিকে হাসিমুখে তাকিয়ে আছেন।

বিয়ের সাজেও ছিল সৌন্দর্যের স্নিগ্ধতা। সামান্থা পরেছিলেন লাল রঙের ভারী কাজ করা বেনারসি শাড়ি, সঙ্গে সোনার অলংকার, খোঁপায় ফুল আর হালকা মেকআপ। বর রাজ নিদিমোরুর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ঘিয়ে রঙের জওহর কোট।
শুটিং ফ্লোর থেকে তাদের সম্পর্কের শুরু। ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজন ও ‘সিটাডেল: হানি বানি’–তে রাজ ছিলেন পরিচালক, আর সামান্থা ছিলেন অভিনয়শিল্পী। কাজের সুবাদে তৈরি বন্ধুত্বই পরে প্রেমে রূপ নেয়। ২০২৪ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন বিনোদন অঙ্গনে আলোচনায় ছিল। সামনে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’–এও একসঙ্গে দেখা যাবে তাদের।
সামান্থার এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি। তবে মাত্র চার বছরের মাথায় ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, রাজ নিদিমোরুর আগের বৈবাহিক সম্পর্ক শেষ হয় ২০২২ সালে।
কয়েক দিন আগে সামান্থার নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধনীতে রাজের উপস্থিতি ও তাদের ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি ভাইরাল হয়েছিল, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত সব গুঞ্জন থামিয়ে নতুন জীবনের পথে পা রাখলেন এই তারকা দম্পতি।

গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন দক্ষিণী অভিনেত্রী
বিনোদন জার্নাল

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন পথে হাঁটলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিনের পরিচিত ও নির্মাতা রাজ নিদিমোরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন তিনি। কোনো আড়ম্বর ছাড়াই, অত্যন্ত শান্ত–সৌম্য আয়োজনেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে একান্তভাবে সম্পন্ন হয় এ তারকা জুটির বিয়ে। পরিবার–ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দেন সামান্থা। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন বিশেষ দিনের তারিখ— “০১.১২.২০২৫”। প্রকাশিত ছবিতে দেখা যায়, নবদম্পতি হাত ধরে একে অপরের দিকে হাসিমুখে তাকিয়ে আছেন।

বিয়ের সাজেও ছিল সৌন্দর্যের স্নিগ্ধতা। সামান্থা পরেছিলেন লাল রঙের ভারী কাজ করা বেনারসি শাড়ি, সঙ্গে সোনার অলংকার, খোঁপায় ফুল আর হালকা মেকআপ। বর রাজ নিদিমোরুর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ঘিয়ে রঙের জওহর কোট।
শুটিং ফ্লোর থেকে তাদের সম্পর্কের শুরু। ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজন ও ‘সিটাডেল: হানি বানি’–তে রাজ ছিলেন পরিচালক, আর সামান্থা ছিলেন অভিনয়শিল্পী। কাজের সুবাদে তৈরি বন্ধুত্বই পরে প্রেমে রূপ নেয়। ২০২৪ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন বিনোদন অঙ্গনে আলোচনায় ছিল। সামনে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’–এও একসঙ্গে দেখা যাবে তাদের।
সামান্থার এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি। তবে মাত্র চার বছরের মাথায় ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, রাজ নিদিমোরুর আগের বৈবাহিক সম্পর্ক শেষ হয় ২০২২ সালে।
কয়েক দিন আগে সামান্থার নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধনীতে রাজের উপস্থিতি ও তাদের ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি ভাইরাল হয়েছিল, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত সব গুঞ্জন থামিয়ে নতুন জীবনের পথে পা রাখলেন এই তারকা দম্পতি।




