শিরোনাম

৪ বছর পর পর্দায় ফিরছে ‘পরাণ’ জুটি!

বিনোদন ডেস্ক
৪ বছর পর পর্দায় ফিরছে ‘পরাণ’ জুটি!
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম (ছবি: সংগৃহীত)

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ এর মাধ্যমে জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবিটির সাফল্যের পর দর্শকের প্রত্যাশা থাকলেও দীর্ঘ সময় তাদের আর একসঙ্গে দেখা যায়নি। ৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি, এমনই গুঞ্জন চলচ্চিত্রপাড়ায়।

২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’ তে অভিনয় করতে যাচ্ছেন রাজ ও মিম এমনই গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নায়ক শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এদিকে বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন।

ছবিতে দেখা যায়, একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, তার মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’ এই পোস্ট ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। অনেকেই ভাবছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। অন্য অভিনেতার নামও লিখছেন অনেকে।

/টিই/