ভক্তদের উচ্ছ্বাসে মুখর সামাজিক যোগাযোগমাধ্যম
ইউটিউবে ফিরল সাজল–আহাদ জুটি

ইউটিউবে ফিরল সাজল–আহাদ জুটি
সিটিজেন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় তারকা সাজল আলি ও আহাদ রাজা মির—দর্শকের কাছে বরাবরই প্রিয় এক জুটি। ‘ইয়াকিন কা সফর’ নাটকে জুবিয়া ও আসফান্দিয়ার চরিত্রে অভিনয় করে পর্দায় দারুণ রসায়ন তৈরি করেন তারা। সেই রসায়নই বাস্তবে গড়ায় বিয়ের পথে। তবে সম্পর্কের সেই গল্প স্থায়ী হয়নি। ২০২২ সালে আলাদা পথে হাঁটেন তারা।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে সাজল–আহাদকে। তাদের অভিনীত ওয়েব সিরিজ ‘ধূপ কি দিওয়ার’ এবার আনুষ্ঠানিকভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে। প্রায় চার বছর আগে সিরিজটি জি-ফাইভে প্রকাশিত হলেও সাবস্ক্রিপশনজনিত কারণে তা দেখতে পারেননি অনেক দর্শক। এবার ‘জিন্দেগি’ ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব প্রকাশের সঙ্গে সঙ্গে আলোচনা জমে ওঠে অনলাইনে।
গুণী কথাসাহিত্যিক উমেরা আহমেদের গল্পে নির্মিত এবং পরিচালনা করেছেন হাসিব হাসান—‘ধূপ কি দিওয়ার’ই ছিল সাজল–আহাদের একসঙ্গে করা শেষ কাজ।

সিরিজটি নতুন করে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘নজর লেগেছিল এদের’, আরেকজনের মন্তব্য, ‘শতাব্দীর পর আবার একসঙ্গে দেখতে পাচ্ছি।’
বিচ্ছেদের পরও ভক্তদের কাছে এই জুটি এখনো ‘সাহাদ’। ‘ইয়াকিন কা সফর’ ছাড়াও তারা ‘ইয়ে দিল মেরা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নতুন করে ইউটিউবে তাদের উপস্থিতি তাই ভক্তদের কাছে যেন স্মৃতির জানালা খুলে দিয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় তারকা সাজল আলি ও আহাদ রাজা মির—দর্শকের কাছে বরাবরই প্রিয় এক জুটি। ‘ইয়াকিন কা সফর’ নাটকে জুবিয়া ও আসফান্দিয়ার চরিত্রে অভিনয় করে পর্দায় দারুণ রসায়ন তৈরি করেন তারা। সেই রসায়নই বাস্তবে গড়ায় বিয়ের পথে। তবে সম্পর্কের সেই গল্প স্থায়ী হয়নি। ২০২২ সালে আলাদা পথে হাঁটেন তারা।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে সাজল–আহাদকে। তাদের অভিনীত ওয়েব সিরিজ ‘ধূপ কি দিওয়ার’ এবার আনুষ্ঠানিকভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে। প্রায় চার বছর আগে সিরিজটি জি-ফাইভে প্রকাশিত হলেও সাবস্ক্রিপশনজনিত কারণে তা দেখতে পারেননি অনেক দর্শক। এবার ‘জিন্দেগি’ ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব প্রকাশের সঙ্গে সঙ্গে আলোচনা জমে ওঠে অনলাইনে।
গুণী কথাসাহিত্যিক উমেরা আহমেদের গল্পে নির্মিত এবং পরিচালনা করেছেন হাসিব হাসান—‘ধূপ কি দিওয়ার’ই ছিল সাজল–আহাদের একসঙ্গে করা শেষ কাজ।

সিরিজটি নতুন করে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘নজর লেগেছিল এদের’, আরেকজনের মন্তব্য, ‘শতাব্দীর পর আবার একসঙ্গে দেখতে পাচ্ছি।’
বিচ্ছেদের পরও ভক্তদের কাছে এই জুটি এখনো ‘সাহাদ’। ‘ইয়াকিন কা সফর’ ছাড়াও তারা ‘ইয়ে দিল মেরা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নতুন করে ইউটিউবে তাদের উপস্থিতি তাই ভক্তদের কাছে যেন স্মৃতির জানালা খুলে দিয়েছে।

ইউটিউবে ফিরল সাজল–আহাদ জুটি
সিটিজেন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় তারকা সাজল আলি ও আহাদ রাজা মির—দর্শকের কাছে বরাবরই প্রিয় এক জুটি। ‘ইয়াকিন কা সফর’ নাটকে জুবিয়া ও আসফান্দিয়ার চরিত্রে অভিনয় করে পর্দায় দারুণ রসায়ন তৈরি করেন তারা। সেই রসায়নই বাস্তবে গড়ায় বিয়ের পথে। তবে সম্পর্কের সেই গল্প স্থায়ী হয়নি। ২০২২ সালে আলাদা পথে হাঁটেন তারা।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে সাজল–আহাদকে। তাদের অভিনীত ওয়েব সিরিজ ‘ধূপ কি দিওয়ার’ এবার আনুষ্ঠানিকভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে। প্রায় চার বছর আগে সিরিজটি জি-ফাইভে প্রকাশিত হলেও সাবস্ক্রিপশনজনিত কারণে তা দেখতে পারেননি অনেক দর্শক। এবার ‘জিন্দেগি’ ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব প্রকাশের সঙ্গে সঙ্গে আলোচনা জমে ওঠে অনলাইনে।
গুণী কথাসাহিত্যিক উমেরা আহমেদের গল্পে নির্মিত এবং পরিচালনা করেছেন হাসিব হাসান—‘ধূপ কি দিওয়ার’ই ছিল সাজল–আহাদের একসঙ্গে করা শেষ কাজ।

সিরিজটি নতুন করে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘নজর লেগেছিল এদের’, আরেকজনের মন্তব্য, ‘শতাব্দীর পর আবার একসঙ্গে দেখতে পাচ্ছি।’
বিচ্ছেদের পরও ভক্তদের কাছে এই জুটি এখনো ‘সাহাদ’। ‘ইয়াকিন কা সফর’ ছাড়াও তারা ‘ইয়ে দিল মেরা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নতুন করে ইউটিউবে তাদের উপস্থিতি তাই ভক্তদের কাছে যেন স্মৃতির জানালা খুলে দিয়েছে।