শিরোনাম

ইসরায়েলের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে রাশিয়া

সিটিজেন-ডেস্ক
ইসরায়েলের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে রাশিয়া
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টারও কম সময়ে জরুরি ভিত্তিতে ইসরায়েল থেকে নিজেদের দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের গণমাধ্যম ‘চ্যানেল ১৪’ জানায়, এসব ফ্লাইট পরিচালনার বিষয়ে মস্কো এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

রাশিয়া ও ইরানের সংবাদমাধ্যমের পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতির বিবেচনায় এসব ফ্লাইট পরিচালনা করা হয়। ফ্লাইটগুলোতে সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুতগতিতে ফ্লাইটগুলো পরিচালিত হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, কোনো সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই মস্কো এ সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনো পর্যন্ত তথ্যের প্রকৃতি বা সরিয়ে নেওয়া ব্যক্তিদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ক্রেমলিন এসব ফ্লাইটের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এছাড়া রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সংবাদমাধ্যমগুলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

/জেএইচ/