ব্রেকিং
মসজিদে নববীতে হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেতে নতুন উদ্যোগ কর্তৃপক্ষের
মসজিদে আল-হারাম। ছবি: সংগৃহীত

মক্কার মসজিদ আল-হারাম (গ্র্যান্ড মসজিদ) ও মদিনার মসজিদে নববী সফরের সময় শিশু হারিয়ে যাওয়ার আশঙ্কা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এখন এসব মসজিদে আগত শিশুদের হাতে পরিচয় শনাক্তকারী বিশেষ ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ভিড়ের মধ্যে কোনো শিশু হাতছাড়া হয়ে গেলেও সহজেই তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

গালফ নিউজ জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় শিশুদের হাতে পরানো ব্রেসলেটে অভিভাবকদের নাম ও যোগাযোগ–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য যুক্ত করা থাকছে। এতে কোনো শিশু বিচ্ছিন্ন হয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিচয় শনাক্ত করে বাবা-মায়ের কাছে তাকে ফিরিয়ে দিতে পারবে।

মসজিদ আল-হারাম কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব সফরকারীরা বাদশা আব্দুল আজিজ গেট ও বাদশা ফাহাদ গেট (গেট নম্বর ৭৯) থেকে এসব ব্রেসলেট সংগ্রহ করতে পারবেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত সৌদি কর্মকর্তারা অভিভাবকদের তথ্য যাচাই করে ব্রেসলেটে যুক্ত করে দেবেন।

ওমরা ও হজের মৌসুমে মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এ সময় শিশুদের নিয়ে ইবাদতে অংশ নিতে গিয়ে অনেক অভিভাবক দুশ্চিন্তায় পড়েন। অতীতে ভিড়ের মধ্যে শিশু হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অভিভাবকরা। কর্তৃপক্ষ বলছে, শিশুদের সঙ্গে আসা পরিবারগুলোকে এই ব্রেসলেট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যাতে ইবাদতের সময় নিরাপত্তা নিশ্চিত করা যায়।