বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র সবধরনের ভিসা স্থগিত করেনি: বাংলাফ্যাক্ট

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র সবধরনের ভিসা স্থগিত করেনি: বাংলাফ্যাক্ট
সিটিজেন-ডেস্ক

যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেনি। গতকাল বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম, বাংলাফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।
বাংলাফ্যাক্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত করার এই সিদ্ধান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে প্রতিবেদন করা হয়েছে উল্লেখ করে বাংলাফ্যাক্ট সূত্র জানিয়েছে, এই ঘটনায় দেশীয় কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিবেদন লিখেছে, ‘বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।’
পাশাপাশি, গণমাধ্যম সংস্থা এপির (অ্যাসোসিয়েটেড প্রেস) ওয়েবসাইটে গত বুধবার প্রকাশিত একই ঘটনায় লিখেছে, ‘২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই স্থগিতাদেশ অ-অভিবাসী ভিসা, অথবা অস্থায়ী পর্যটন বা ব্যবসায়িক ভিসা চাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেনি। গতকাল বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম, বাংলাফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।
বাংলাফ্যাক্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত করার এই সিদ্ধান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে প্রতিবেদন করা হয়েছে উল্লেখ করে বাংলাফ্যাক্ট সূত্র জানিয়েছে, এই ঘটনায় দেশীয় কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিবেদন লিখেছে, ‘বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।’
পাশাপাশি, গণমাধ্যম সংস্থা এপির (অ্যাসোসিয়েটেড প্রেস) ওয়েবসাইটে গত বুধবার প্রকাশিত একই ঘটনায় লিখেছে, ‘২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই স্থগিতাদেশ অ-অভিবাসী ভিসা, অথবা অস্থায়ী পর্যটন বা ব্যবসায়িক ভিসা চাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র সবধরনের ভিসা স্থগিত করেনি: বাংলাফ্যাক্ট
সিটিজেন-ডেস্ক

যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেনি। গতকাল বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম, বাংলাফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।
বাংলাফ্যাক্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত করার এই সিদ্ধান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে প্রতিবেদন করা হয়েছে উল্লেখ করে বাংলাফ্যাক্ট সূত্র জানিয়েছে, এই ঘটনায় দেশীয় কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিবেদন লিখেছে, ‘বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।’
পাশাপাশি, গণমাধ্যম সংস্থা এপির (অ্যাসোসিয়েটেড প্রেস) ওয়েবসাইটে গত বুধবার প্রকাশিত একই ঘটনায় লিখেছে, ‘২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই স্থগিতাদেশ অ-অভিবাসী ভিসা, অথবা অস্থায়ী পর্যটন বা ব্যবসায়িক ভিসা চাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।




