শিরোনাম

মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের দরখাস্ত আহ্বান

সিটিজেন-ডেস্ক­
মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের দরখাস্ত আহ্বান
ছবি: সিটিজেন গ্রাফিক্স

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’-এর বিধান অনুযায়ী উপযুক্ত ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর।

এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ উল্লেখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা তাদের জীবন-বৃত্তান্ত এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে পারবেন। আগামী ২৫ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। আগ্রহী প্রার্থীদের তথ্যাদি সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (কক্ষ নং-৬২৮, ভবন নং-০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) বরাবর ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে বলা হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে ই-মেইল (secretary@legislativediv.gov.bd) ঠিকানায়ও আবেদন পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থেই এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

/জেএইচ/