শিরোনাম

পাবনার দুই আসনে নতুন তফসিল, মনোনয়নপত্র জমার শেষ সময় রবিবার

নিজস্ব প্রতিবেদক
পাবনার দুই আসনে নতুন তফসিল, মনোনয়নপত্র জমার শেষ সময় রবিবার
নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

পাবনা-১ ও ২ আসনে সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে রবিবার। ভোট আগামী ১২ ফেব্রুয়ারিই অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, এই দুই আসন থেকে আগেও যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে। আর নির্বাচন কমিশনের সেপ্টেম্বরের গেজেট অনুসারে পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে পাবনা-১ ও ২ আসনেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে।

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে করা একটি লিভ টু আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায় দেন। রায়ে বলা হয়েছে গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ীই নির্বাচন হবে।

বৃহস্পতিবার রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন তফসিলের প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন তফসিল অনুযায়ী– রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

গত বছর সীমানা নির্ধারণের সময় দাবি-আপত্তি নিষ্পত্তি করে সেপ্টেম্বরে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হয়। সেসময় সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন রাখা হয়।

পরে আইনি জটিলতায় তফসিল ঘোষণার পর গত বছরের ২৬ ডিসেম্বর হাইকোর্টের আদেশে এ দুটি আসনের নতুন সীমানা নির্ধারণ করে ইসি গেজেট প্রকাশ করে।

হাই কোর্টের ওই রায় স্থগিত চেয়ে একজন প্রার্থী এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করে। এদিকে সীমানা নিয়ে এই জটিলতার কারণে আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে পাবনার আসন দুটির সীমানা ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের জারি করা গেজেট বহাল থাকল।

/এফসি/