শিরোনাম

নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু
বিল্ডিং থেকে ইট পড়ে নিহত হয়েছেন নারী। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে নির্মাণাধীন একটি ১০ তলা ভবন থেকে ইট পড়ে জান্নাতুল ফেরদৌস (১৮) নামের এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটির মালিক, ডেভেলপার কোম্পানি এবং ইঞ্জিনিয়ারসহ সবাই পলাতক আছেন।

ভবনটির পাশের রাস্তার সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সিটিজেন জার্নালকে এ তথ্য জানিয়েছেন।

সরেজমিনে ওই ভবনটিতে গিয়ে দেখা যায়, কোন রূপ নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ভবনটির নির্মাণ কাজ চলছিল। জানা গেছে, দুর্ঘটনার পর পরই ভবনের মালিক, ইঞ্জিনিয়ার, ডেভেলপার কোম্পানির লোকজন ও কর্মরত শ্রমিকসহ সবাই পলাতক রয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

বাসিন্দারা জানান, ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জান্নাতুল ফেরদৌস। ওই সময় হটাৎ করে ১০ তলা থেকে একটি ইট তার মাথার উপর পড়ে। সঙ্গে সঙ্গেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে তুরাগ থানার ওসি রফিকুল ইসলাম সিটিজেন জার্নাল নিউজকে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ওসি রফিক বলেন, ‘ভবনটি প্রয়োজনীয় প্রটেকশন ছাড়াই নির্মাণ কাজ করা হচ্ছিলো। যার কারণে ওই মামলায় জায়গার মালিক, ডেভেলপার কোম্পানির মালিক, ইঞ্জিনিয়ারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই জনকে আসামী করে মামলা হয়েছে।’

/টিই/