শিরোনাম

লাউড স্পিকারে খালেদা জিয়ার বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
লাউড স্পিকারে খালেদা জিয়ার বক্তব্য
মানিক মিয়া অ্যাভিনিউ। ছবি: সিটিজেন জার্নাল ২৪

মানিক মিয়া এভিনিউতে লাউড স্পিকারে বাজানো হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার নানা বক্তব্য। তার স্মৃতিচারণে এমন উদ্যোগ নিয়েছে ভক্ত-অনুরাগীরা।

বক্তব্যগুলো হলো— ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশ, দেশের মাটি-মানুষ আমার সবকিছু। কাজেই আমি দেশের বাইরে যাবো না।

আমি যতক্ষন বেঁচে থাকবো, দেশবাসীকে ছেড়ে যাবো না।’

‘আমরা সকলকে বন্ধু হিসেবে দেখতে চাই। তবে, কেউ যদি বন্ধু বেশে প্রভু হতে চায়, সেটা আমরা মেনে নিবো না। আমরা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছি। এখন যদি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করা লাগে, আমরা করবো।’

‘দেশ বিক্রি চলবে না হাসিনার। দেশ রক্ষা করতে হবে ইনশাআল্লাহ।’

‘আমি যেমন থাকি, যেখানেই থাকি— কিন্তু দেশবাসীকে ছেড়ে যাবো না। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা আমাকে আলাদা করে দিবেন না।’ এমন আরও অনেক বক্তব্য চালানো হয়েছে।

তাএ