শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সিটিজেন-ডেস্ক­
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় খালেদা জিয়াকে স্মরণ করে বলা হয়, 'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম।' একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।

bigStoryContent

এদিকে শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক এক পোস্টে শোক জানিয়ে বলেন, খালেদা জিয়ার মৃত্যু 'বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে” এবং এটি “বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।'

খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোক ও আলোচনা চলছে। বিভিন্ন মহল থেকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হচ্ছে।