শিরোনাম

জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
খালেদা জিয়ার জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য দেন ছেলে তারেক রহমান। ছবি: সংগৃহীত

জানাজায় পূর্বে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তিনি দোয়া কামনা করেন।

তারেক রহমান বলেন, আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পরিশোধ করে দেবো। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। মায়ের জন্য সবাই দোয়া করবেন।

তারেক রহমানের বক্তব্যের পর লাখো মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভেনিউয়ে বেলা ৩টা ৩ মিনিটে অনুষ্ঠিত এ জানাজায় স্মরণকালের রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

খালেদা জিয়ার জানাজায় অংশ নেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বিএনপি চেয়ারপাসনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতিনিধিরা।

জানাজার আগে, মানিক মিয়া অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্তে স্থাপিত মঞ্চে খালেদা জিয়ার কফিন রাখা হয়। তার মরদেহ বহনকারী জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়িটি বেলা পৌনে ১২টার দিকে সংসদ ভবনের সামনে পৌঁছায়। গাড়িবহরে একটি লাল-সবুজ বাসে সেখানে আসেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। আজ বুধবার থেকে রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে।

এসএমজে