শিরোনাম

এবার এনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন

নিজস্ব প্রতিবেদক
এবার এনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন
এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা–১৭ আসনের ঘোষিত প্রার্থী ডা. তাজনূভা জাবীন। রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

স্ট্যাটাসে তাজনূভা জাবীন জানান, তার পদত্যাগের প্রধান কারণ শুধু জামায়াতের সঙ্গে জোট নয়, বরং যেভাবে ওই জোট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটিই তার আস্থা ও বিশ্বাস ভেঙে দিয়েছে। তিনি লেখেন, এনসিপির ভেতরে আদর্শের চেয়েও বড় সংকট তৈরি হয়েছে বিশ্বাস ও জবাবদিহিতার অভাবে। পরিকল্পিতভাবে বিষয়টি এমন জায়গায় নেওয়া হয়েছে যাতে অন্য কোনো রাজনৈতিক বিকল্প খোলা না থাকে।

bigStoryContent

তিনি অভিযোগ করেন, সারা দেশ থেকে ১২৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহের সুযোগ পাওয়ার পর মাত্র ৩০টি আসনে সমঝোতা করে বাকিদের নির্বাচন করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দলীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির নেতৃত্বের সমালোচনা করে তাজনূভা জাবীন লেখেন, দলটি যে গণপরিষদ, মধ্যপন্থা, নারী ও বিভিন্ন জাতিসত্তাভিত্তিক রাজনীতির কথা বলেছিল, বাস্তবে তার চর্চা হচ্ছে না। বরং নেতারা নিজেদের মধ্যে ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এতে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হচ্ছে বলে জানান তিনি।

bigStoryContent

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, দলটির নিজস্ব স্বকীয়তা ও রাজনৈতিক ভিত্তি শক্ত করার আগেই প্রথম নির্বাচনে এ ধরনের জোটে যাওয়া এনসিপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তার মতে, এতে দলের পরিচয় সংকট আরও গভীর হয়েছে।

পদত্যাগের ঘোষণায় তাজনূভা জাবীন জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিচ্ছেন না। নির্বাচনের জন্য যারা তাকে আর্থিক সহায়তা পাঠিয়েছেন, তাদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবর্তন ও মধ্যপন্থী বাংলাদেশপন্থী রাজনীতির জন্য তার কাজ অব্যাহত থাকবে। সময়ই বলে দেবে ভবিষ্যতের পথ।