তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানান।


ফুটবল প্রতীক পেয়েছেন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নিতে যাওয়া ডা. তাসনিম জারা প্রতীক হিসেবে ‘ফুটবল’ চান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে বৈধতা পেয়েছে।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানান।

সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা জুলাই আন্দোলনের এই নেত্রী ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা–১৭ আসনের ঘোষিত প্রার্থী ডা. তাজনূভা জাবীন। রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
