শিরোনাম

এবার ৯ উইকেটে জিতলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
এবার ৯ উইকেটে জিতলো চট্টগ্রাম
১১৫ রানের জুটি গড়েন নাঈম ইসলাম-অ্যাডাম রসিংটন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের ম্যাচে ১০ উইকেটে জিতেছিল চট্টগ্রাম রয়্যালস। রবিবার (৪ জানুয়ারি) সিলেট টাইটান্সকে ৯ উইকেটে হারালো চট্টগ্রাম রয়্যালস। ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের জন্য যখন দলের আর ১২ দরকার ঠিক তখনই আউট হন নাঈম শেখ।

টানা দ্বিতীয় ফিফটি করে নাঈম আউট হন ৫২ তে। ৩৭ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছক্কা। ২৪ বল হাতে রেখে পাওয়ায় জয়ে ওপেনিং সঙ্গী অ্যাডাম রসিংটনের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন নাঈম। বাংলাদেশি ব্যাটার না পারলেও জয় নিয়েই মাঠ ছাড়া রসিংটন ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ২ ছক্কায়। টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন তিনি। অন্যদিকে ৩ রানে অপরাজিত থাকেন সাদমান ইসলাম। এ জয়ে ৬ পয়েন্টে শীর্ষে উঠেছে চট্টগ্রাম।

এর আগে চট্টগ্রামের জয়ের অর্ধেক কাজ সারেন বোলাররা। শেখ মেহেদি ও মির্জা বেগরা দারুণ বোলিং করেন। দুজনে সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন। দলীয় ৩৪ রানে ৫ উইকেট হারানো সিলেট ১০০ পেরোয় আজমতউল্লাহ ওমরজাই ৪৪ রানের ইনিংসে।

/টিই/