শিরোনাম

বিপিএল ফাইনাল দেখতে মিরপুরে সমর্থকদের ঢল

নিজস্ব প্রতিবেদক
বিপিএল ফাইনাল দেখতে মিরপুরে সমর্থকদের ঢল
বিপিএল ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামে সমর্থকদের ঢল (ছবি: সংগৃহীত)

বিপিএলের ফাইনাল শুরু হতে এখনও ঘণ্টা খানেক বাকি। এরই মধ্য লোকে লোকারণ্য হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকা। পছন্দের দলকে সমর্থন জানাতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ক্রিকেটপ্রেমীরা।

ফাইনালের টিকিট আগেই শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। অনেকে এখনও সংগ্রহ করতে পারেননি। তবুও ছুটে এসেছেন। শেষ মুহূর্তে স্টেডিয়াম এলাকা থেকে পেয়ে যাবেন টিকিট এই আশায়।

ফাইনালে (২৩ জানুয়ারি) মিরপুরের গ্যালারি দর্শকপূর্ণ থাকবে তাতে সন্দেহ নেই। দুই দলের সমর্থকরাই মাতিয়ে রাখবেন মিরপুর। রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে ফাইনালে শেষ হাসি হাসবেন কারা তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

স্টেডিয়াম এলাকায় রাজশাহীর সমর্থকদের বেশি দেখা মিলেছে। দলবদ্ধ ভাবে ‘রাজশাহী রাজশাহী’ স্লোগান তুলে স্টেডিয়াম অভিমুখে আসতেও দেখা গেছে অনেককে। তবে চট্টগ্রামের অনেক সমর্থক আগে থেকেই প্রবেশ করেছেন স্টেডিয়ামে।

/টিই/