শিরোনাম

ছক্কার রেকর্ড গড়েও হার সিলেটের

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
ছক্কার রেকর্ড গড়েও হার সিলেটের
আফিফ খেলেন ৪৬ রানের ইনিংস। ছবি: ফেসবুক

বিপিএলের এবারের আসরে ১৬তম ম্যাচে এসে দলীয় সংগ্রহ দুইশোর কাছাকাছি গেছে। বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে আগে ব্যাট করে চট্টগ্রাম রয়্যালস তোলে ৫ উইকেটে ১৯৮ রান। যা এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। রেকর্ড রান তাড়া করতে নেমে সিলেটের ইনিংস ২ বল বাকি থাকতে থামে ১৮৪ রানে।

চট্টগ্রাম ম্যাচটা জেতে ১৪ রানে। এবারের বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েও জিততে পারেনি সিলেট। সিলেটের ইনিংসে মোট ১২ ছক্কা হয়।

শেষ ২৪ বলে সিলেটের দরকার ছিল ৬১ রান। হাতে ছিল ৪ উইকেট। তবে ইনিংসের ১৭তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল ইসলাম। চতুর্থ বলে ইথান ব্রুকস (১০ বলে ২০) এবং ষষ্ঠ বলে নাসুম আহমেদকে (০) ফেরান ডানহাতি এই পেসার।

১৮ বলে ৪৮ রানের সমীকরণ যে মেলানো কঠিন। সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্রুত রান তোলার চেষ্ট করেন। তবে ১৪ বলে ১৭ রান করে আউট হন তিনি। তার আগে সিলেটের সংগ্রহ বাড়ে আফিফ হোসেনের ৩৩ বলে ৪৬ রানের ইনিংসে। আফিফের ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা। এছাড়া ওপেনার তৌফিক খান করেন ১৯ বলে ২৩ রান।

শেষ দিকে খালেদ আহমেদ এর লড়াই শেষ ওভারে নিয়ে যায় ম্যাচ। শেষ ওভারে দরকার ছিল ২৭ রান। তানভীর ইসলামের করা প্রথম বলটি হোয়াইড হয়। প্রথম বৈধ বলে ছক্কা হাঁকান খালেদ। এরপর আবার হোয়াইড। বৈধ দ্বিতীয় বলটি মিস করেন খালেদ। তৃতীয় বলে আসে দুই রান। তবে চতুর্থ বলে স্টাম্পিং আউট হন খালেদ।

খালেদের ৩ ছক্কা, ১ চারে ৯ বলে ২৫ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। চট্টগ্রামের আমের জামাল ৪ উইকেট নেন ৩৪ রানে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস এবারের আসরের রেকর্ড রান তোলে অ্যাডাম রসিংটনের ৪৯, মাহমুদুল হাসান জয়ের ৪৪ ও মেহেদি হাসানের অপরাজিত ৩৩ রানে ভর করে।

/টিই/