ব্রেকিং
এবারো হাত মেলালেন না পাক-ভারত অধিনায়ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টসের সময় ভারত ও পাকিস্তানের অধিনায়ক। ছবি: সংগৃহীত

সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। পরে ম্যাচ শেষেও দেখা যায়নি হাত মেলানোর চিরায়িত রীতি। এশিয়া কাপে গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল মিলে তিন দফা মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতি ম্যাচেই দেখা গেছে একই চিত্র।

এবার ছোটদের এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের দূরত্ব ঘুচলো না। অনূর্ধ্ব-১৯ দলের এই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে দলের ‘নো হ্যান্ডশেক’ নীতি ধরে রাখলেন। আজ (১৪ ডিসেম্বর) আইসিসি একাডেমি গ্রাউন্ডে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।

এবার টসের সময় ভারত ও পাকিস্তান দুই দলের অধিনায়কই হাত মেলানোর চেষ্টা করেননি। পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। দুই অধিনায়কের মধ্যে চোখাচোখিও হয়নি।

চলতি বছর মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের পর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই থেকেই ভারত-পাকিস্তান ম্যাচে হাত মেলাতে দেখা যায়নি খেলোয়াড়দের।

এমনকি ফাইনালে পাকিস্তানকে হারানোর পর পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফিও নেয়নি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও ট্রফি দিতে অস্বীকৃতি জানান। এখনো ট্রফি ভারত হাতে পায়নি।