শিরোনাম

অবশেষে মাঠে গড়াচ্ছে বিপিএল, নতুন সূচি ঘোষণা

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
অবশেষে মাঠে গড়াচ্ছে বিপিএল, নতুন সূচি ঘোষণা
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) কোয়াবের সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দিনভর নাটকের পর অবশেষে কাটলো অনিশ্চয়তা। আজ থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠক শেষে নতুন সূচি ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ দাবি করে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর সমঝোতায় পৌঁছে আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে নতুন সূচির কথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।

নতুন সূচি অনুযায়ী প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের স্থগিত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুক্রবার। আর শুক্রবারের ম্যাচগুলো শনিবার এবং শনিবারের ম্যাচগুলো হবে রবিবার অনুষ্ঠিত হবে।

আগের সূচি অনুযায়ী রবিবার ছিল বিশ্রামের দিন। সংশোধিত সূচিতে সেই বিশ্রাম স্থানান্তরিত হয়েছে সোমবারে। ফলে মঙ্গলবার থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। ওইদিন অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। নতুন সূচিতে রিজার্ভ ডে বাদ দেওয়ায় বুধবারই অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর বৃহস্পতিবার থাকবে বিশ্রাম এবং আগের সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে।

এক নজরে পরিবর্তিত সূচি:

১৬ জানুয়ারি, শুক্রবার

চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ২টা

সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি, শনিবার

রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস — দুপুর ১টা

চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৬টা

১৮ জানুয়ারি, রবিবার

রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ১টা

চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস — সন্ধ্যা ৬টা

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর — দুপুর ১টা

প্রথম কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি, বুধবার

দ্বিতীয় কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল — সন্ধ্যা ৭টা

/জেএইচ/