শিরোনাম

ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম
আইসিসি ও বিসিবি লোগো (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার (২১ জানুয়ারি) এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এমনটি জানিয়েছে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

আজ বুধবার ভার্চুয়ালি সভায় বসে আইসিসি। আইসিসি'র নির্বাহি কমিটির বৈঠকে অংশ নেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল,  পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ও আইসিসির প্রধান নির্বাহি, ইভেন্ট আয়োজনের প্রধান ও আইনি পরামর্শক সংস্থার প্রতিনিধিরা। আরও ছিলেন সহযোগী সদস্য দেশ থেকে দুই জন প্রতিনিধি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড। র‌্যাংকিংয়ের ভিত্তিতে তারাই অন্যদের থেকে এগিয়ে। বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটিতে পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে দেখার জন্য ভোট দেয়। এমনই জানা গেছে সূত্রের খবরে, বলছে ক্রিকইনফো।

বাংলাদেশ পূর্ণ সদস্য হওয়ায় তাদের সরাসরি আইসিসি বাদ দিতে পারতো না। তাই বোর্ড সদস্যদের ভোটাভুটির সিদ্ধান্ত নেয়। ভোটে অংশ নেন ১৫ জন বোর্ড ডিরেক্টর।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগের সূচি অনুযায়ী 'সি' গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচই ভারতে। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে বাংলাদেশ খেলবে না দর্শক হয়ে থাকবে তা জানা যাবে ২৪ ঘণ্টার মধ্যে।

/টিই/