শিরোনাম

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদনে বাংলাদেশের আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি) বাংলাদেশের করা আবেদন খারিজ করে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার আইসিসিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এর ফলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প থাকছে না।

ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বাংলাদেশ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আইসিসির ডিআরসির কাছে আবেদন জানায়। তবে আইসিসির নিজস্ব বিধিমালার ১.৩ ধারা অনুযায়ী আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির এখতিয়ার ডিআরসির নেই। এ কারণেই বাংলাদেশের আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে তা খারিজ করা হয়।

ডিআরসি স্পষ্ট করে জানায়, আইসিসির আইন অনুযায়ী এ বিষয়টি তাদের আওতাভুক্ত নয়। ফলে বাংলাদেশের আবেদনের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারছে না।

পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তে কোন দেশ সুযোগ পাচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শনিবার আসতে পারে।

/এসএ/