রেকর্ড গড়ে ফাইনালে বার্সেলোনা

রেকর্ড গড়ে ফাইনালে বার্সেলোনা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে। কাতালানরা মাত্র ১৬ মিনিটে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিলো। বিরতির পর আরও একটি গোল যোগ করে তারা ফাইনাল নিশ্চিত করে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও মুখোমুখি হয়। যেখানে ৮০ শতাংশ পজেশন নিয়ে ১৪টি শট নেয় বার্সা, লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে বিলবাওয়ের নেওয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।
এদিন প্রথম কোনো দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমির প্রথমার্ধেই চারটি গোল করার রেকর্ড অর্জন করেছেন বার্সেলোনা। ম্যাচের প্রথম লক্ষ্যমাত্রা শট আসে ১৬ মিনিটে। যদিও পেদ্রির শট উনাই সিমোন রোধ করেন। কিছুক্ষণ পরে ফারমিন লোপেজও একটি সুযোগ হাতছাড়া করেন। তবে ২১ মিনিটে তোরেসের গোলের মাধ্যমে বার্সা লিড নেয়। বার্ধগির পাস কাজে লাগাতে না পারলেও তোরেসের শট বক্সের বাইরে থেকে জালে প্রবেশ করে।
৯ মিনিট পরই বার্সার লিড দ্বিগুণ হয়। বক্সের মধ্যে রাফিনিয়ার পাস থেকে লোপেজ এক স্পর্শে বল জালে জড়ান। ৩৪ ও ৩৮ মিনিটে আরও দুটি গোল আসে। প্রথমে লোপেজের ক্রস থেকে বার্ধগি নিচু শট করেন, যা সিমোন থামাতে ব্যর্থ হন। এরপর বার্ধগির পাস পেয়ে রাফিনিয়া বাধা এড়িয়ে বুলেট গতির শটে গোল করেন। ৪২ মিনিটে বিলবাও কিছু চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও শট গোলপোস্টে লেগে ফিরে যায়।
বিরতির পরও আক্রমণে আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে রাফিনিয়ার জোরালো শট থেকে আসে দলের পঞ্চম গোল। ৬৫ মিনিটে তাকে বদলি দিয়ে নামেন মার্কাস রাশফোর্ড এবং বার্ধগির জায়গায় নামেন লামিনে ইয়ামাল। এর পর কিছু সুযোগ আসে, কিন্তু আর কেউ গোল করতে পারেনি।
লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের পর বার্সা চলতি মৌসুমে প্রথম শিরোপার কাছাকাছি পৌঁছেছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ আজকের সেমিফাইনাল থেকে নির্ধারিত হবে, যেখানে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে। কাতালানরা মাত্র ১৬ মিনিটে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিলো। বিরতির পর আরও একটি গোল যোগ করে তারা ফাইনাল নিশ্চিত করে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও মুখোমুখি হয়। যেখানে ৮০ শতাংশ পজেশন নিয়ে ১৪টি শট নেয় বার্সা, লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে বিলবাওয়ের নেওয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।
এদিন প্রথম কোনো দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমির প্রথমার্ধেই চারটি গোল করার রেকর্ড অর্জন করেছেন বার্সেলোনা। ম্যাচের প্রথম লক্ষ্যমাত্রা শট আসে ১৬ মিনিটে। যদিও পেদ্রির শট উনাই সিমোন রোধ করেন। কিছুক্ষণ পরে ফারমিন লোপেজও একটি সুযোগ হাতছাড়া করেন। তবে ২১ মিনিটে তোরেসের গোলের মাধ্যমে বার্সা লিড নেয়। বার্ধগির পাস কাজে লাগাতে না পারলেও তোরেসের শট বক্সের বাইরে থেকে জালে প্রবেশ করে।
৯ মিনিট পরই বার্সার লিড দ্বিগুণ হয়। বক্সের মধ্যে রাফিনিয়ার পাস থেকে লোপেজ এক স্পর্শে বল জালে জড়ান। ৩৪ ও ৩৮ মিনিটে আরও দুটি গোল আসে। প্রথমে লোপেজের ক্রস থেকে বার্ধগি নিচু শট করেন, যা সিমোন থামাতে ব্যর্থ হন। এরপর বার্ধগির পাস পেয়ে রাফিনিয়া বাধা এড়িয়ে বুলেট গতির শটে গোল করেন। ৪২ মিনিটে বিলবাও কিছু চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও শট গোলপোস্টে লেগে ফিরে যায়।
বিরতির পরও আক্রমণে আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে রাফিনিয়ার জোরালো শট থেকে আসে দলের পঞ্চম গোল। ৬৫ মিনিটে তাকে বদলি দিয়ে নামেন মার্কাস রাশফোর্ড এবং বার্ধগির জায়গায় নামেন লামিনে ইয়ামাল। এর পর কিছু সুযোগ আসে, কিন্তু আর কেউ গোল করতে পারেনি।
লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের পর বার্সা চলতি মৌসুমে প্রথম শিরোপার কাছাকাছি পৌঁছেছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ আজকের সেমিফাইনাল থেকে নির্ধারিত হবে, যেখানে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে।

রেকর্ড গড়ে ফাইনালে বার্সেলোনা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে। কাতালানরা মাত্র ১৬ মিনিটে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিলো। বিরতির পর আরও একটি গোল যোগ করে তারা ফাইনাল নিশ্চিত করে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও মুখোমুখি হয়। যেখানে ৮০ শতাংশ পজেশন নিয়ে ১৪টি শট নেয় বার্সা, লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে বিলবাওয়ের নেওয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।
এদিন প্রথম কোনো দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমির প্রথমার্ধেই চারটি গোল করার রেকর্ড অর্জন করেছেন বার্সেলোনা। ম্যাচের প্রথম লক্ষ্যমাত্রা শট আসে ১৬ মিনিটে। যদিও পেদ্রির শট উনাই সিমোন রোধ করেন। কিছুক্ষণ পরে ফারমিন লোপেজও একটি সুযোগ হাতছাড়া করেন। তবে ২১ মিনিটে তোরেসের গোলের মাধ্যমে বার্সা লিড নেয়। বার্ধগির পাস কাজে লাগাতে না পারলেও তোরেসের শট বক্সের বাইরে থেকে জালে প্রবেশ করে।
৯ মিনিট পরই বার্সার লিড দ্বিগুণ হয়। বক্সের মধ্যে রাফিনিয়ার পাস থেকে লোপেজ এক স্পর্শে বল জালে জড়ান। ৩৪ ও ৩৮ মিনিটে আরও দুটি গোল আসে। প্রথমে লোপেজের ক্রস থেকে বার্ধগি নিচু শট করেন, যা সিমোন থামাতে ব্যর্থ হন। এরপর বার্ধগির পাস পেয়ে রাফিনিয়া বাধা এড়িয়ে বুলেট গতির শটে গোল করেন। ৪২ মিনিটে বিলবাও কিছু চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও শট গোলপোস্টে লেগে ফিরে যায়।
বিরতির পরও আক্রমণে আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে রাফিনিয়ার জোরালো শট থেকে আসে দলের পঞ্চম গোল। ৬৫ মিনিটে তাকে বদলি দিয়ে নামেন মার্কাস রাশফোর্ড এবং বার্ধগির জায়গায় নামেন লামিনে ইয়ামাল। এর পর কিছু সুযোগ আসে, কিন্তু আর কেউ গোল করতে পারেনি।
লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের পর বার্সা চলতি মৌসুমে প্রথম শিরোপার কাছাকাছি পৌঁছেছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ আজকের সেমিফাইনাল থেকে নির্ধারিত হবে, যেখানে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে।




