ম্যাচ না জেতায় নিষিদ্ধ হলো জাতীয় দল

ম্যাচ না জেতায় নিষিদ্ধ হলো জাতীয় দল
স্পোর্টস ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা তিন ম্যাচই হেরেছে গ্যাবন। দলের এমন বাজে পারফরম্যান্স মেনে নিতে পারেনি দেশটির সরকার। ক্ষুব্ধ হয়ে জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা। এ ছাড়া দুই অভিজ্ঞ খেলোয়াড় পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে আলাদা করে নিষিদ্ধ করা হয়েছে।
গ্যাবনের টেলিভিশনে বুধবার গভীর রাতে মন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফরম্যান্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’
প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টা পর ঘোষণার ভিডিও ক্লিপটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম ও টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। পরে আজ (২ জানুয়ারি) আবার সেটি প্রকাশ করা হয়।
বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলকে নিষিদ্ধ করার ঘটনা আফ্রিকায় নতুন নয়। তবে ফুটবল সংস্থায় সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে ফিফার কঠোর অবস্থান নীতির কারণে এমনটি এখন হয় না বললেই চলে। এখন দেখার অপেক্ষা গ্যাবন সরকারের হস্তক্ষেপের ব্যাপারটিতে কীভাবে সাড়া দেয় বিশ্ব ফুটবল সংস্থা।

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা তিন ম্যাচই হেরেছে গ্যাবন। দলের এমন বাজে পারফরম্যান্স মেনে নিতে পারেনি দেশটির সরকার। ক্ষুব্ধ হয়ে জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা। এ ছাড়া দুই অভিজ্ঞ খেলোয়াড় পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে আলাদা করে নিষিদ্ধ করা হয়েছে।
গ্যাবনের টেলিভিশনে বুধবার গভীর রাতে মন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফরম্যান্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’
প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টা পর ঘোষণার ভিডিও ক্লিপটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম ও টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। পরে আজ (২ জানুয়ারি) আবার সেটি প্রকাশ করা হয়।
বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলকে নিষিদ্ধ করার ঘটনা আফ্রিকায় নতুন নয়। তবে ফুটবল সংস্থায় সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে ফিফার কঠোর অবস্থান নীতির কারণে এমনটি এখন হয় না বললেই চলে। এখন দেখার অপেক্ষা গ্যাবন সরকারের হস্তক্ষেপের ব্যাপারটিতে কীভাবে সাড়া দেয় বিশ্ব ফুটবল সংস্থা।

ম্যাচ না জেতায় নিষিদ্ধ হলো জাতীয় দল
স্পোর্টস ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা তিন ম্যাচই হেরেছে গ্যাবন। দলের এমন বাজে পারফরম্যান্স মেনে নিতে পারেনি দেশটির সরকার। ক্ষুব্ধ হয়ে জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা। এ ছাড়া দুই অভিজ্ঞ খেলোয়াড় পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে আলাদা করে নিষিদ্ধ করা হয়েছে।
গ্যাবনের টেলিভিশনে বুধবার গভীর রাতে মন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফরম্যান্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’
প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টা পর ঘোষণার ভিডিও ক্লিপটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম ও টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। পরে আজ (২ জানুয়ারি) আবার সেটি প্রকাশ করা হয়।
বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলকে নিষিদ্ধ করার ঘটনা আফ্রিকায় নতুন নয়। তবে ফুটবল সংস্থায় সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে ফিফার কঠোর অবস্থান নীতির কারণে এমনটি এখন হয় না বললেই চলে। এখন দেখার অপেক্ষা গ্যাবন সরকারের হস্তক্ষেপের ব্যাপারটিতে কীভাবে সাড়া দেয় বিশ্ব ফুটবল সংস্থা।




