‘মেসি-রোনালদোর কখনোই অবসর নেওয়া উচিত নয়’

‘মেসি-রোনালদোর কখনোই অবসর নেওয়া উচিত নয়’
স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির অবসর নিয়ে আলোচনা শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই। জাতীয় দল থেকে কবে অবসর নেবেন সেই প্রশ্নের জবাবটা ভবিষ্যৎ ও নিজের ফর্মের ওপর বলে জানান ইন্টার মায়ামির এই তারকা।
সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি। তবে বিশ্বকাপের আগে আরেকটি শিরোপানির্ধারণী লড়াই আছে লিওনেল স্কালোনির দলের সামনে। আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা।
ম্যাচ হবে আগমী মার্চে। তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এখনই প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে। স্প্যানিশ কোচ একই প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও।
স্প্যানিশ দৈনিক এএস–কে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড়, যার কখনোই অবসর নেওয়া উচিত নয়– ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই। তারা দুজনই অসাধারণ।’ এলএমটেনের প্রশংসায় তিনি আরও বলেন, ‘ফিনালিসিমা হোক বা বিশ্বকাপ– মেসি যে ফর্মেই থাকুক না কেন, একটি ছোট মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই লিও’র ক্যারিয়ার এবং সামনে তার যে পথচলা রয়েছে, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা।’

লিওনেল মেসির অবসর নিয়ে আলোচনা শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই। জাতীয় দল থেকে কবে অবসর নেবেন সেই প্রশ্নের জবাবটা ভবিষ্যৎ ও নিজের ফর্মের ওপর বলে জানান ইন্টার মায়ামির এই তারকা।
সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি। তবে বিশ্বকাপের আগে আরেকটি শিরোপানির্ধারণী লড়াই আছে লিওনেল স্কালোনির দলের সামনে। আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা।
ম্যাচ হবে আগমী মার্চে। তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এখনই প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে। স্প্যানিশ কোচ একই প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও।
স্প্যানিশ দৈনিক এএস–কে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড়, যার কখনোই অবসর নেওয়া উচিত নয়– ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই। তারা দুজনই অসাধারণ।’ এলএমটেনের প্রশংসায় তিনি আরও বলেন, ‘ফিনালিসিমা হোক বা বিশ্বকাপ– মেসি যে ফর্মেই থাকুক না কেন, একটি ছোট মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই লিও’র ক্যারিয়ার এবং সামনে তার যে পথচলা রয়েছে, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা।’

‘মেসি-রোনালদোর কখনোই অবসর নেওয়া উচিত নয়’
স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির অবসর নিয়ে আলোচনা শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই। জাতীয় দল থেকে কবে অবসর নেবেন সেই প্রশ্নের জবাবটা ভবিষ্যৎ ও নিজের ফর্মের ওপর বলে জানান ইন্টার মায়ামির এই তারকা।
সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি। তবে বিশ্বকাপের আগে আরেকটি শিরোপানির্ধারণী লড়াই আছে লিওনেল স্কালোনির দলের সামনে। আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা।
ম্যাচ হবে আগমী মার্চে। তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এখনই প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে। স্প্যানিশ কোচ একই প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও।
স্প্যানিশ দৈনিক এএস–কে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড়, যার কখনোই অবসর নেওয়া উচিত নয়– ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই। তারা দুজনই অসাধারণ।’ এলএমটেনের প্রশংসায় তিনি আরও বলেন, ‘ফিনালিসিমা হোক বা বিশ্বকাপ– মেসি যে ফর্মেই থাকুক না কেন, একটি ছোট মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই লিও’র ক্যারিয়ার এবং সামনে তার যে পথচলা রয়েছে, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা।’




