২০২৬ বিশ্বকাপে যে বুট পরে খেলবেন মেসি
২০২৬ বিশ্বকাপে যে বুট পরে খেলবেন মেসি
মেসির শেষ বিশ্বকাপ মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাডিডাস এফ৫০। খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইন্স মেসির বুট প্রকাশ্যে এনেছে।


সাল ২০১৬, তখনো দেশের হয়ে আন্তর্জাতিক শিরোপা জেতা হয়নি লিওনেল মেসির। ওই বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। টাইব্রেকারে বল জালে পাঠাতে ব্যর্থ হয়েছিলেন মেসি নিজেও।

স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এখনই প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে। স্প্যানিশ কোচ একই প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও।

মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলকে বাদ দিয়ে রোনালদোর পর্তুগালকেই শিরোপার দৌঁড়ে এগিয়ে রাখলেন জার্মান ফুটবল কিংবদন্তি।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন লিওনেল মেসি। যা বাংলাদেশি মূল্যে প্রায় ১ হাজার ৫৮৮ কোটি ৭১ লাখ ১০০ টাকা।
মেসির শেষ বিশ্বকাপ মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাডিডাস এফ৫০। খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইন্স মেসির বুট প্রকাশ্যে এনেছে।

প্রত্যেক ক্রীড়াবিদই নিজ নিজ খেলায় নানাভাবে আধিপত্য দেখিয়েছেন। তবু গেল ২৫ বছরের সেরা ২৫ ক্রীড়াবিদের একটি র্যাঙ্কিং করেছে ফরাসি ভাষার কানাডীয় গণমাধ্যম লে জার্নাল কুইবেক।
