শিরোনাম

সাবালেঙ্কার হৃদয় ভেঙে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
সাবালেঙ্কার হৃদয় ভেঙে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা
দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে শিরোপা জিতেছেন ইয়েলেনা রিবাকিনা (ছবি: সংগৃহীত)

আবারও ফাইনালে হারলেন বিশ্বের এক নম্বর টেনিস বাছাই আরিনা সাবালেঙ্কা। তাতে চার বছরের অপেক্ষার অবসান হলো ইয়েলেনা রিবাকিনার। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে শনিবার (৩১ জানুয়ারি) বেলারুশিয়ান সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ২৬ বছর বয়সী রিবাকিনা।

২০২২ সালে উইম্বলডন জয়ের পর এটি রিবাকিনার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।

ফাইনালে ফেবারিট তকমাটা ছিল সাবালেঙ্কার জন্যই। তবে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছিল রিবাকিনা কঠিন প্রতিপক্ষই শীর্ষ বাছাই সাবালেঙ্কার জন্য। সাবালেঙ্কা ৮-৬ ব্যবধানে এগিয়ে থাকলেও দুজনের সর্বশেষ ৯ লড়াইয়ে টানা দুবার জিততে পারেননি কেউ। এক ম্যাচ রিবাকিনা জেতেন তো, পরের ম্যাচে সাবালেঙ্কার জয়।

এবার নির্ধারণী তৃতীয় সেটে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন পঞ্চম বাছাই রিবাকিনা। সেখান থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেন রিবাকিনা। টানা পাঁচটি গেম জিতে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এবং শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করেন। তাতে ২০২৩ সালের ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কার কাছে হারের প্রতিশোধও নিলেন তিনি।

ইউএস ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কার জন্য এটি গত চার গ্র্যান্ড স্লাম ফাইনালের মধ্যে তৃতীয় হার। গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হারের মুখ দেখেছিলেন বেলারুশিয়ান এই খেলোয়াড়।

/টিই/