শিরোনাম

কারানের হ্যাটট্রিকে জয়ে শুরু ইংল্যান্ডের

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
কারানের হ্যাটট্রিকে জয়ে শুরু ইংল্যান্ডের
হ্যাটট্রিক করেছেন স্যাম কারান (ছবি: ক্রিকইনফো)

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার (৩০ জানুয়ারি) শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশ পেসার স্যাম কারান করেন হ্যাটট্রিক। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। চার বল বাকি থাকতে ১৩৩ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাব দিতে নেমে ১৫ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে ইংল্যান্ড। এরপর আবার বৃষ্টি নামলে ডিএলএস মেথডে জেতে ইংলিশরা।

স্পিনার আদিল রশিদ ও লিয়াম ডসনের ঘূর্ণিতে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। রশিদ ১৯ রানে ৩ উইকেট, ডসন ৩১ রানে ২ উইকেট নেন। এক পর্যায়ে ২২ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় লঙ্কানরা।

ইনিংসের ১৬তম ওভারের চতুর্থ বলে শানাকাকে ফিরিয়ে ৩১ রানের জুটি ভাঙেন কারান। পরের দুই বলে মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে ফিরিয়ে পূরণ করেন হ‍্যাটট্রিক। টি-টোয়েন্টিতে ইংল‍্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে হ‍্যাটট্রিক করলেন এই অলরাউন্ডার। কারান ৩৮ রানে নেন ৩ উইকেট।

রান তাড়ায় নেমে ওপেনিংয়ে ফিল সল্ট ৩৫ বলে করেন ৪৬ রান। তৃতীয় ওভারে ইশান মালিঙ্গার বলে টানা চারটি চার মারার পর বোল্ড হন জস বাটলার (১৭)। একই বোলার জ্যাকব বেথেলকেও ফেরান ৯ রানে। টম ব্যান্টন ওয়ানিন্দু হাসারাঙ্গার ওভারে টানা দুটি ছক্কা হাঁকান। কিন্তু নবম ওভারে পাথিরানার বলে আউট হন তিনি। ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৯ রান করেন তিনি। ব্রুকের (১৬) সঙ্গে অপরাজিত ছিলেন কারান।

/টিই/