রোনালদোর ৪০–এ ৪০

রোনালদোর ৪০–এ ৪০
স্পোর্টস ডেস্ক

সৌদি সুপার লিগে শনিবার (২৭ ডিসেম্বর) আল আখদুদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোলের মাইফলক ছুঁয়েছেন ৪০ বছর বয়সী রোনালদো।
সিআরসেভেন ক্যারিয়ারে প্রথমবার ৪০ গোলের মাইফলক ছুঁয়েছিলেন ২০১০ সালে। এরপর ২০১৯ সাল ছাড়া প্রতিবারই ন্যূনতম ৪০টি গোল করেছেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে ১৪ ভিন্ন বছরে ন্যূনতম ৪০ গোল করেছেন পর্তুগিজ তারকা।
চলতি বছরে রোনালদো সংখ্যাটা আরও বাড়ানোর সুযোগ পাবেন। আল ইত্তেফাকের বিপক্ষে ৩০ ডিসেম্বর মাঠে নামবে আল নাসর।
চলতি বছরে নিজের ৪০তম গোল করে ক্যারিয়ারে এক হাজার গোলের আরও কাছাকাছি পৌঁছেছেন তিনি। আল আখদুদের বিপক্ষে জোড়া গোলে ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৯৫৬।
এদিন আল নাসরের মাঠ আল আউয়া পার্কে ৩১ মিনিটে জোয়াও ফেলিক্সের নেওয়া কর্নারে প্রতিপক্ষের বক্সে তৈরি হয় জটলা। বল যায় রোনালদোর কাছে, গোল করেন তিনি। রোনালদো দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পর দ্বিতীয় মিনিটে। মার্সেলো ব্রোজোভিচের পাস বক্সে পেয়ে দারুণ ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিট) আল নাসরকে তৃতীয় গোল এনে দেন জোয়াও ফেলিক্স। এ জয়ে ১১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করলো আল নাসর।

সৌদি সুপার লিগে শনিবার (২৭ ডিসেম্বর) আল আখদুদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোলের মাইফলক ছুঁয়েছেন ৪০ বছর বয়সী রোনালদো।
সিআরসেভেন ক্যারিয়ারে প্রথমবার ৪০ গোলের মাইফলক ছুঁয়েছিলেন ২০১০ সালে। এরপর ২০১৯ সাল ছাড়া প্রতিবারই ন্যূনতম ৪০টি গোল করেছেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে ১৪ ভিন্ন বছরে ন্যূনতম ৪০ গোল করেছেন পর্তুগিজ তারকা।
চলতি বছরে রোনালদো সংখ্যাটা আরও বাড়ানোর সুযোগ পাবেন। আল ইত্তেফাকের বিপক্ষে ৩০ ডিসেম্বর মাঠে নামবে আল নাসর।
চলতি বছরে নিজের ৪০তম গোল করে ক্যারিয়ারে এক হাজার গোলের আরও কাছাকাছি পৌঁছেছেন তিনি। আল আখদুদের বিপক্ষে জোড়া গোলে ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৯৫৬।
এদিন আল নাসরের মাঠ আল আউয়া পার্কে ৩১ মিনিটে জোয়াও ফেলিক্সের নেওয়া কর্নারে প্রতিপক্ষের বক্সে তৈরি হয় জটলা। বল যায় রোনালদোর কাছে, গোল করেন তিনি। রোনালদো দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পর দ্বিতীয় মিনিটে। মার্সেলো ব্রোজোভিচের পাস বক্সে পেয়ে দারুণ ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিট) আল নাসরকে তৃতীয় গোল এনে দেন জোয়াও ফেলিক্স। এ জয়ে ১১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করলো আল নাসর।

রোনালদোর ৪০–এ ৪০
স্পোর্টস ডেস্ক

সৌদি সুপার লিগে শনিবার (২৭ ডিসেম্বর) আল আখদুদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোলের মাইফলক ছুঁয়েছেন ৪০ বছর বয়সী রোনালদো।
সিআরসেভেন ক্যারিয়ারে প্রথমবার ৪০ গোলের মাইফলক ছুঁয়েছিলেন ২০১০ সালে। এরপর ২০১৯ সাল ছাড়া প্রতিবারই ন্যূনতম ৪০টি গোল করেছেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে ১৪ ভিন্ন বছরে ন্যূনতম ৪০ গোল করেছেন পর্তুগিজ তারকা।
চলতি বছরে রোনালদো সংখ্যাটা আরও বাড়ানোর সুযোগ পাবেন। আল ইত্তেফাকের বিপক্ষে ৩০ ডিসেম্বর মাঠে নামবে আল নাসর।
চলতি বছরে নিজের ৪০তম গোল করে ক্যারিয়ারে এক হাজার গোলের আরও কাছাকাছি পৌঁছেছেন তিনি। আল আখদুদের বিপক্ষে জোড়া গোলে ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৯৫৬।
এদিন আল নাসরের মাঠ আল আউয়া পার্কে ৩১ মিনিটে জোয়াও ফেলিক্সের নেওয়া কর্নারে প্রতিপক্ষের বক্সে তৈরি হয় জটলা। বল যায় রোনালদোর কাছে, গোল করেন তিনি। রোনালদো দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পর দ্বিতীয় মিনিটে। মার্সেলো ব্রোজোভিচের পাস বক্সে পেয়ে দারুণ ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিট) আল নাসরকে তৃতীয় গোল এনে দেন জোয়াও ফেলিক্স। এ জয়ে ১১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করলো আল নাসর।




