হাজার গোলের লক্ষ্যে পৌঁছাবেন বিশ্বাস রোনালদোর

হাজার গোলের লক্ষ্যে পৌঁছাবেন বিশ্বাস রোনালদোর
স্পোর্টস ডেস্ক

বয়সকে তুড়ি মেরে হাজার গোলের পথে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে আবারও মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পর্তুগিজ মহাতারকা। দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর রোনালদো বলেন, ‘খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, তবে আমি এখনও ভীষণভাবে অনুপ্রাণিত।’
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সবশেষ ম্যাচে জোড়া গোল করেন। তাতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা ৯৫৬। ৪০ বছর বয়সী রোনালদো আরও এক-দুই বছর মাঠে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোনালদো বলেন, ‘আমার আবেগ এখনও খুব বেশি। আমি খেলতে ভালোবাসি এবং খেলাটা চালিয়ে যেতে চাই। মধ্যপ্রাচ্য হোক বা ইউরোপ—যেখানেই খেলি না কেন, ফুটবল খেলতে সব সময়ই উপভোগ করি।’
নিজের লক্ষ্যের কথা আবারও স্পষ্ট করে সিআরসেভেন বলেন, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১০০০ গোল) পৌঁছাতে চাই। যদি কোনো বড় চোট না আসে, আমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাবো।’

বয়সকে তুড়ি মেরে হাজার গোলের পথে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে আবারও মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পর্তুগিজ মহাতারকা। দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর রোনালদো বলেন, ‘খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, তবে আমি এখনও ভীষণভাবে অনুপ্রাণিত।’
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সবশেষ ম্যাচে জোড়া গোল করেন। তাতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা ৯৫৬। ৪০ বছর বয়সী রোনালদো আরও এক-দুই বছর মাঠে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোনালদো বলেন, ‘আমার আবেগ এখনও খুব বেশি। আমি খেলতে ভালোবাসি এবং খেলাটা চালিয়ে যেতে চাই। মধ্যপ্রাচ্য হোক বা ইউরোপ—যেখানেই খেলি না কেন, ফুটবল খেলতে সব সময়ই উপভোগ করি।’
নিজের লক্ষ্যের কথা আবারও স্পষ্ট করে সিআরসেভেন বলেন, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১০০০ গোল) পৌঁছাতে চাই। যদি কোনো বড় চোট না আসে, আমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাবো।’

হাজার গোলের লক্ষ্যে পৌঁছাবেন বিশ্বাস রোনালদোর
স্পোর্টস ডেস্ক

বয়সকে তুড়ি মেরে হাজার গোলের পথে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে আবারও মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পর্তুগিজ মহাতারকা। দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর রোনালদো বলেন, ‘খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, তবে আমি এখনও ভীষণভাবে অনুপ্রাণিত।’
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সবশেষ ম্যাচে জোড়া গোল করেন। তাতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা ৯৫৬। ৪০ বছর বয়সী রোনালদো আরও এক-দুই বছর মাঠে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোনালদো বলেন, ‘আমার আবেগ এখনও খুব বেশি। আমি খেলতে ভালোবাসি এবং খেলাটা চালিয়ে যেতে চাই। মধ্যপ্রাচ্য হোক বা ইউরোপ—যেখানেই খেলি না কেন, ফুটবল খেলতে সব সময়ই উপভোগ করি।’
নিজের লক্ষ্যের কথা আবারও স্পষ্ট করে সিআরসেভেন বলেন, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১০০০ গোল) পৌঁছাতে চাই। যদি কোনো বড় চোট না আসে, আমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাবো।’




