দেশের সবচেয়ে অভিজাত ও নিয়ন্ত্রিত বাণিজ্যিক এলাকা রাজধানীর গুলশান। এই এলাকার এক নম্বরের গোল চত্বরে গেলে দেখা মিলে টিন দিয়ে ঘেরা বিশাল জায়গা। এই অংশে সিনেমা হল নির্মাণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দ দেওয়া তিনটি প্লটে এখন শান্তা হোল্ডিংসের বিশাল বাণিজ্যিক ভবন তৈরির তোড়জোড় চলছে।