শিরোনাম

কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র

সিটিজেন-ডেস্ক­
কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ বিভিন্ন খাতে তীব্র কর্মী সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৬৫ হাজার এইচ-২বি অস্থায়ী কর্মী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব ভিসা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইস্যু করা হবে।

সাধারণত ভবন ও স্থাপনা নির্মাণ, হোটেল ও পর্যটন, নগরের সৌন্দর্যবর্ধন, সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে শ্রমঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রতি বছর ৬৬ হাজার এইচ-২বি অস্থায়ী ভিসা প্রদান করে। এবার নিয়মিত কোটা ছাড়াও যুক্ত করা হয়েছে আরও ৬৫ হাজার ভিসা। অর্থাৎ চলতি ২০২৬ সালে বিগত বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ১ লাখ ৩১ হাজার অস্থায়ী ভিসা ছাড়ছে ফেডারেল সরকার।

মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার মূল কারণ হলো চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। ২০২৫ জানুয়ারি ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে নথিবিহীন অবৈধ অভিবাসীদের বিতাড়ন সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিলে স্বাক্ষর করার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও তাদের দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত এক বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠিয়েছে। এর ফলে দেশটির কায়িক শ্রমভিত্তিক খাতগুলোতে কর্মী সংকট আগের তুলনায় অনেক তীব্র হয়ে উঠেছে। এই সংকট কাটাতেই ভিসার সংখ্যা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এএফপি

/জেএইচ/