গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোট চাইছেন ‘জাকিরের বিদেশি বউ’

গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোট চাইছেন ‘জাকিরের বিদেশি বউ’
কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন তার বিদেশি স্ত্রী ওয়াং লিনা। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে তিনি স্বামীর জন্য ভোট চাইছেন। ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বলছেন। তার বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রামের নারী ও শিশুরা হাসিমুখে গ্রহণ করছেন।
দলীয় নেতারা ওয়াং লিনাকে ‘চাইনিজ ভাবি’ বলে ডাকেন। সাধারণ ভোটাররা তাকে ‘জাকিরের বউ’ হিসেবে চিনছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ওয়াং লিনা কাঞ্চনপুর ও রাতুলপাড়া এলাকায় যান। ভোটারদের বলেন, ‘আমি বাংলা আস্তে আস্তে শিখায়, আমার মেয়ে-খালা, এরা শেখায়। আমার হাসবেন্ড ভালো মানুষ, ইঞ্জিনিয়ার বুয়েট। আমার হাসবেন্ড ধানের শীষ, ভোট দিন।’

ওয়াং লিনার সঙ্গে প্রচারে ছিলেন জাকির সরকারের মামাতো ভাইয়ের স্ত্রী রোখসানা পারভীন জোনাকি। তিনি বলেন, ওয়াং লিনার জন্য ভোটের মাঠে অসাধারণ সাড়া পাচ্ছি। সবাই তাকে ভালোবাসছে। ঘরে বসানো, খাওয়ানোর জন্য সবাই চেষ্টা করছে। শিশুরা তার পিছু ছাড়ছে না।
এক বৃদ্ধা বলেন, ঘর থেকে শুনলাম জাকিরের বউ আসছে। তাই দেখতে এলাম। খুব ভালো বউ, হাসি মুখে কথা বলে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাকির হোসেন সরকারের শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা আছে। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা বিএনপি এবার ওয়াং লিনার মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করছে। তার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ওয়াং লিনা বিদেশি হলেও আমাদের শিল্প-সংস্কৃতি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। ওর মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে গেছে।
ওয়াং লিনা ২০১১-১২ সাল থেকে বাংলাদেশে বসবাস করছেন এবং বর্তমানে স্বামীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তদারকিও করছেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন তার বিদেশি স্ত্রী ওয়াং লিনা। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে তিনি স্বামীর জন্য ভোট চাইছেন। ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বলছেন। তার বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রামের নারী ও শিশুরা হাসিমুখে গ্রহণ করছেন।
দলীয় নেতারা ওয়াং লিনাকে ‘চাইনিজ ভাবি’ বলে ডাকেন। সাধারণ ভোটাররা তাকে ‘জাকিরের বউ’ হিসেবে চিনছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ওয়াং লিনা কাঞ্চনপুর ও রাতুলপাড়া এলাকায় যান। ভোটারদের বলেন, ‘আমি বাংলা আস্তে আস্তে শিখায়, আমার মেয়ে-খালা, এরা শেখায়। আমার হাসবেন্ড ভালো মানুষ, ইঞ্জিনিয়ার বুয়েট। আমার হাসবেন্ড ধানের শীষ, ভোট দিন।’

ওয়াং লিনার সঙ্গে প্রচারে ছিলেন জাকির সরকারের মামাতো ভাইয়ের স্ত্রী রোখসানা পারভীন জোনাকি। তিনি বলেন, ওয়াং লিনার জন্য ভোটের মাঠে অসাধারণ সাড়া পাচ্ছি। সবাই তাকে ভালোবাসছে। ঘরে বসানো, খাওয়ানোর জন্য সবাই চেষ্টা করছে। শিশুরা তার পিছু ছাড়ছে না।
এক বৃদ্ধা বলেন, ঘর থেকে শুনলাম জাকিরের বউ আসছে। তাই দেখতে এলাম। খুব ভালো বউ, হাসি মুখে কথা বলে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাকির হোসেন সরকারের শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা আছে। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা বিএনপি এবার ওয়াং লিনার মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করছে। তার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ওয়াং লিনা বিদেশি হলেও আমাদের শিল্প-সংস্কৃতি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। ওর মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে গেছে।
ওয়াং লিনা ২০১১-১২ সাল থেকে বাংলাদেশে বসবাস করছেন এবং বর্তমানে স্বামীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তদারকিও করছেন।

গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোট চাইছেন ‘জাকিরের বিদেশি বউ’
কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন তার বিদেশি স্ত্রী ওয়াং লিনা। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে তিনি স্বামীর জন্য ভোট চাইছেন। ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বলছেন। তার বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রামের নারী ও শিশুরা হাসিমুখে গ্রহণ করছেন।
দলীয় নেতারা ওয়াং লিনাকে ‘চাইনিজ ভাবি’ বলে ডাকেন। সাধারণ ভোটাররা তাকে ‘জাকিরের বউ’ হিসেবে চিনছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ওয়াং লিনা কাঞ্চনপুর ও রাতুলপাড়া এলাকায় যান। ভোটারদের বলেন, ‘আমি বাংলা আস্তে আস্তে শিখায়, আমার মেয়ে-খালা, এরা শেখায়। আমার হাসবেন্ড ভালো মানুষ, ইঞ্জিনিয়ার বুয়েট। আমার হাসবেন্ড ধানের শীষ, ভোট দিন।’

ওয়াং লিনার সঙ্গে প্রচারে ছিলেন জাকির সরকারের মামাতো ভাইয়ের স্ত্রী রোখসানা পারভীন জোনাকি। তিনি বলেন, ওয়াং লিনার জন্য ভোটের মাঠে অসাধারণ সাড়া পাচ্ছি। সবাই তাকে ভালোবাসছে। ঘরে বসানো, খাওয়ানোর জন্য সবাই চেষ্টা করছে। শিশুরা তার পিছু ছাড়ছে না।
এক বৃদ্ধা বলেন, ঘর থেকে শুনলাম জাকিরের বউ আসছে। তাই দেখতে এলাম। খুব ভালো বউ, হাসি মুখে কথা বলে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাকির হোসেন সরকারের শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা আছে। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা বিএনপি এবার ওয়াং লিনার মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করছে। তার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ওয়াং লিনা বিদেশি হলেও আমাদের শিল্প-সংস্কৃতি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। ওর মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে গেছে।
ওয়াং লিনা ২০১১-১২ সাল থেকে বাংলাদেশে বসবাস করছেন এবং বর্তমানে স্বামীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তদারকিও করছেন।




