শিরোনাম

বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

সিটিজেন-ডেস্ক­
বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ
বেনাপোল স্থলবন্দর। ছবি: সংগৃহীত

দেশের চাষিদের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ করে দিয়েছে সরকার। তবে আগের অনুমতি থাকায় ৩০ জানুয়ারি পর্যন্ত আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) ভারত থেকে নতুন করে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

তবে বেনাপোল বন্দর দিয়ে গত ১৫ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছয়টি চালানে ৩৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ২৪ ডিসেম্বরের পর কোনো পেঁয়াজ বেনাপোল বন্দরে পৌঁছেনি।

পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলেন, দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেয়। গত ৭ ডিসেম্বর থেকে বেনাপোল স্থলবন্দরসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। পরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে।

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, গত দুই সপ্তাহ ধরে ভারত থেকে বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নতুন করে আমদানির অনুমতি দেয়নি মন্ত্রণালয়। আগের ইস্যু করা অনুমতির বিপরীতে ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি করা যাবে।

/এসআর/