শিরোনাম

নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

কুমিল্লা সংবাদদাতা
নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন– দেলোয়ার হোসেন নয়ন ও সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে, গত ৩ আগস্ট এই দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন নিহত হন। পরে একপক্ষ আরেক পক্ষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

/এসআর/