শিরোনাম

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা

গাইবান্ধা-সংবাদদাতা
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা
হামলায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: সংবাদদাতা

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সাঘাটা উপজেলার কচুয়া ও পদুমশহর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে নাহিদুজ্জামানের নির্বাচনী লিফলেট বিতরণ শেষে কর্মী-সমর্থকরা কচুয়া ইউনিয়নের একটি বাজারে চা পান করছিলেন। হঠাৎ একদল লোক তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ ঘটনায় কর্মী-সমর্থকদের সাতটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ বলেন, বিএনপি প্রার্থী ফারুক আলমের কর্মী-সমর্থকরা আমার কর্মী-সমর্থকের ওপর হামলা করেছে। তারা ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

হামলার বিষয়ে জানতে বিএনপি প্রার্থী ফারুক আলমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

গাইবান্ধা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা বিচারক তানজির হোসেন বলেন, হামলার বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/